ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নামাজ প্রবর্তনের উদ্দেশ্য

প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৫ অক্টোবর ২০১৬

নামাজ ইসলামের দ্বিতীয় রুকন। ঈমানের পরেই যার স্থান। আল্লাহ তাআলা বান্দার বিবিধ কল্যাণে নামাজকে বিধিবদ্ধ করেছেন। একাধিক হিকমত তথা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা বান্দার জন্য নামাজকে আবশ্যক পালনীয় হিসেবে বিধিবদ্ধ করেছেন। সংক্ষেপে নামাজ বান্দার জন্য বিধিবদ্ধ হওয়ার বিশেষ কিছু হিকমত তুলে ধরা হলো-

আল্লাহর দাসত্ব প্রকাশ
নামাজ আল্লাহর দাসত্ব প্রকাশ করার শ্রেষ্ঠ ইবাদাত। আল্লাহ তাআলা মানুষকে তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন। নামাজ আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ করে। তাঁর ইবাদাতকারী হওয়ার অনুভূতি লাভ করে। নামাজের মাধ্যমে বান্দা তাঁর প্রভুর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে থাকে।

গভীর সম্পর্ক স্থাপনকারী
নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে থাকে। এ কারণেই নামাজকে আল্লাহর সঙ্গে মুমিনের মিরাজ বলে আখ্যায়িত করা হয়েছে। নামাজের মাধ্যমেই আল্লাহর সঙ্গে বান্দার সুনিবিড় সম্পর্ক ও স্মরণ বজায় থাকে।

অন্যায় প্রতিহতকারী
নামাজ তার আদায়কারীকে নির্লজ্জ ও অন্যায় থেকে বিরত রাখে। ইহা বান্দাকে সকল প্রকার পাপ ও ভুল-ত্রুটি থেকে পবিত্র রাখার অন্যতম মাধ্যম। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ অন্যায় ও ফাহেশা তথা যাবতীয় খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে।’

হাদিসে বিশ্বনবি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের উপমা ঐ প্রবাহমান নদির ন্যায়, যা তোমাদের কারো দরজার পাশ দিয়ে বয়ে গেছে। তথায় সে প্রতিদিন পাঁচ বার গোসল করে।’ (মুসলিম) অর্থাৎ কেউ যদি পাঁচ বার গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকবে না তেমনি কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার কোনো পাপ বা ভুল-ত্রুটি হবে না।

অন্তর্জগতের তৃপ্তিদানকারী
নামাজ ঐ সকল বিপদ-আপদ হতে মুক্তি দানকারী যা তাদের অন্তরের তৃপ্তি, আত্মার শান্তিকে কুলষিত করে। এ কারণেই নামাজ বিশ্বনবির নয়ন সিক্তকারী। হাদিসে এসেছে, বিশ্বনবি যখন কোনো কঠিন কাজের সম্মুখীন হতেন, তখন তিনি নামাজ আদায়ে ছুটে যেতেন। এমনকি তিনি বলতে থাকতেন,হে বেলাল! তুমি আমাকে নামাজের দ্বারা শান্তি দাও। (মুসনাদে আহমাদ)

পরিশেষে…
নামাজকে মুসলিম উম্মাহর জন্য আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করার মাধ্যম বানিয়ে দিন। বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক স্থাপন করতে; যাবতীয় অন্যায় হতে নিজেকে বিরত রাখতে এবং অন্তর্জগতের পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে নামাজই হোক একমাত্র উপায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন। নামাজ বিধিবদ্ধ হওয়ার হিকমত বাস্তবায়নে নামাজের প্রতি একনিষ্ঠ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন