ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৮ মে ২০১৫

১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষে ১৯ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে। নম্বরগেলো হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

একই সঙ্গে আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরএস/আরআইপি