ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নামাজে সালাম ফেরানোর পরের দোয়া (দ্বিতীয় পর্ব)

ওমর ফারুক ফেরদৌস | প্রকাশিত: ১১:০৩ এএম, ০২ মে ২০১৬

আল্লাহ তাআলাকে স্মরণ করার, তাঁর নিকট প্রার্থনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আর এ নামাজকে আল্লাহ তাআলা বান্দার জন্য আবশ্যকীয় করেছেন। নামাজের পরে রয়েছে মাছনুন জিকির ও দোয়া। যা তুলে ধরা হলো-

প্রথম পর্বের উল্লেখিত দোয়াগুলোর পর ধারাবাহিকভাবে এ দোয়াগুলো পড়া। হজরত মুগিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এ দোয়াও পড়তেন-


Doa-Inner

উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা- শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িং ক্বাদির। আল্লাহুম্মা লা- মানিআ লিমা- আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানা’তা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি। (বুখারি, মুসলিম, মিশকাত)

অর্থ : আল্লাহ ব্যতিত (ইবাদাতের উপযুক্ত) কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোন শরিক নেই। রাজত্ব তাঁরই জন্য, প্রশংসাও তাঁরই জন্য এবং তিনিই সর্বশক্তিমান। হে আল্লাহ! তুমি যা প্রদানের ইচ্ছা কর, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং তুমি যাতে বাধা দাও, তা কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদই তোমার নিকট তাকে রক্ষা করতে পারে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফিরানোর পর প্রথম পর্বের দোয়াগুলোর সঙ্গে এ দোয়াটিও পড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন