ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আগের অবস্থায় ফেরেনি পূজার মেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৪ অক্টোবর ২০২১

গত বছর করোনার কারণে দুর্গাপূজার উৎসবে ভাটা পড়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ বছর মন্দিরে গিয়ে পূজা করতে পারছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে আগের অবস্থায় ফেরেনি পূজা উপলক্ষে বসা মেলা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গেলে এমনটিই জানান মেলার দোকানীরা।

jagonews24

সকালে গিয়ে দেখা যায়, ছোট-বড় প্রায় ২০টি দোকান বসেছে মেলায়। এরমধ্যে রয়েছে মোমবাতি, আগরবাতি, পূজার সামগ্রী, সিঁদুর, পানীয়সহ নানা দোকান। মেলায় দেখা মেলে অল্প কয়েকজন ক্রেতার।

মেলায় কেনাবেচা কেমন হচ্ছে তা নিয়ে কথা হয় বেশ কয়েকজন দোকানির সঙ্গে। এসময় মোম ও আগরবাতির দোকান নিয়ে বসা খোকন কুমার দত্ত বলেন, করোনার আগের তুলনায় এবার বেচাকেনা কম। করোনার কারণে লোকজন তেমন নাই। আগে অনেক লোক আসতো। তাই বেচাকেনাও ছিল দিনে ১৫-২০ হাজার টাকা। এখন হয় মাত্র ৪-৫ হাজার টাকা।

jagonews24

পূজা সামগ্রীর দোকান নিয়ে বসা রাজেন্দ্র চন্দ্র দাস বলেন, আজ লোকজন কম। বেচাকেনাও কম। তবে গতকাল অষ্টমীর দিনে লোক ছিল ভালো। বেচাকেনাও ছিল। তবে করোনার আগের পূজার মতো হয়নি বলে জানান তিনি।

jagonews24

শঙ্খ সিঁদুর বিক্রেতা নারায়ণ শাহা বলেন, দিনে এখন ৪-৫ হাজার টাকা বেচি। করোনা না আসলে আমরা এবার ব্যবসায় দাঁড়াইয়া যাইতাম। করোনার আগে প্রতি পূজাতে ৮-৯ হাজার টাকা বেচতাম।

আরএসএম/জেডএইচ/এএসএম