বিদ্যা ও সংগীতের প্রার্থনায় চলছে দেবী বন্দনা

বিদ্যা ও সংগীতের আরাধ্য দেবী সরস্বতীর পূজা ও বন্দনায় সিক্ত হচ্ছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সারাদেশে বাণী বন্দনায় সংগীতের দেবীকে স্মরণ ও তার পূজা উদযাপন করা হচ্ছে।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাণী অর্চনার এ অনুষ্ঠানের আয়োজন করে সরস্বতী পূজা উদযাপন পরিষদ।
পরিষদের সদস্য সচিব হরলাল রায় সাগর জাগো নিউজকে বলেন, জাতীয় প্রেস ক্লাব সারাদেশের সাংবাদিকদের জন্য একটি গর্বিত প্রতিষ্ঠান। প্রথমবারের মতো এখানে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে, যা এ প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বিষয়টি সারাদেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।
প্রেস ক্লাবে পূজা দিতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী জাগো নিউজকে বলেন, প্রেস ক্লাবের ইতিহাসে আমরা এই প্রথম পূজা দিচ্ছি। দেবী সরস্বতীকে আমরা মানি বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে। সত্যিকার অর্থেই আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে সম্মিলিতভাবে প্রেস ক্লাবে এ পূজা করতে পেরে।
তিনি বলেন, ঘরে ঘরে এ পূজাটি পালন করা হয়। সাধারণত শিক্ষার্থীরাই এ পূজা আয়োজনে বড় ভূমিকা রাখে। আবার অনেক স্থানে সম্মিলিতভাবেও সরস্বতী পূজার আয়োজন হয়। আজ পূজা ঘিরে প্রেস ক্লাবে অনেকের সঙ্গে দেখা হলো, আনন্দ করতে পেরেছি। তাই এবারের পূজার মাহাত্ম্যটা একেবারেই ভিন্ন।
রাজধানীর মোহাম্মদপুর থেকে পূজা দিতে আসা ১০ বছর বয়সী শিশু পিযুষ পোদ্দার প্রথমবার প্রেস ক্লাবে পূজা দিতে এসেছে। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার ভালো লাগছে। বছরজুড়ে যেন পড়াশোনা ভালো হয় সেই কাছে এ প্রর্থনা পিযুষের।
পূজা অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র বাদলসহ পূজা দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। করোনার কারণে এবারও সারাদেশে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে পূজার আয়োজন করা হয়েছে।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালের। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে বিভিন্ন পুরাণ গ্রন্থে জানা যায়।
আরএসএম/এমকেআর/এএসএম