ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

আছিয়া হত্যা মামলার রায়

অপরাধ করে পার পাওয়া যাবে না: শায়খ আহমাদুল্লাহ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৭ মে ২০২৫

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে ঘোষণা হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। ১৭ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। আশা করি, অবিলম্বে রায় কার্যকরও হবে।’

এরপর তিনি লেখেন, ‘তবে কেবল হিটু শেখ নয়, প্রভাবশালী আসামীদের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা করি।’

সবশেষে তিনি লিখেছেন, ‘অপরাধ করে পার পাওয়া যাবে না, এটা বার বার এ দেশে প্রমাণিত হোক।’

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু আছিয়া। ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এরপর ১৭ মে সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদানের এ রায় ঘোষণা করেন।

এসইউ/এমএস

আরও পড়ুন