ক্যানসার মানেই জীবনের শেষ না: জয়িতা
ফাইল ছবি
জয়িতা আফরিন
আমি ক্যামেরার পেছনের মানুষ। তাই ক্যামেরার সামনে আসতে আমার বরাবরই অস্বস্তি লাগে। এখন তো আরও বেশি কারণ ওষুধের সাইড ইফেক্ট ও অনেক প্রোটিন ইনটেকের কারণে ওজন বেড়েছে সতেরো কেজি।
সেই বাড়তি ওজন এখন কমানো লাগছে। তবু কাজটা করলাম শুধু মাত্র ক্যানসারে আক্রান্ত অন্যদের উৎসাহ দেবার জন্য। ক্যানসার মানেই জীবনের শেষ না। আমরা কেউই জানি না কবে মারা যাবো। তাই যতদিন বাঁচবেন, বাঁচার মত বাঁচুন।
(জয়িতা আফরিনের ফেসবুক পোস্ট)
বিএ/জেকেএস