ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

যানজট

গুলশান থেকে ধানমন্ডি যেতে সঙ্গে যা যা রাখার পরামর্শ পাওয়া গেলো

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০২ অক্টোবর ২০২২

ভয়াবহ যানজটের কবলে বিমানবন্দর সড়ক। এর প্রভাব ঢাকার অন্য সড়কেও পড়ে। তার মধ্যে আবার বৃষ্টি। এ যেন ঢাকাবাসীর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। কারণ বৃষ্টির পর দেখা মেলে সেই চিরচেনা জলাবদ্ধতা। সড়কের খানাখন্দ ও গর্তে পানি জমে নগরবাসীর দুঃখটা আরও বাড়িয়ে দেয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে যানজটও। আর এই অসহনীয় সময়টাও যেন ফুরায় না যাত্রীদের। দীর্ঘক্ষণ বসে থেকে যাত্রীরা কি করবেন তার কূলকিনারা পান না। এ বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের আইডিতে একটি মজার স্ট্যাটাস দিয়েছেন অকশন ফর অকশনের সহ-প্রতিষ্ঠাতা আরিফ আর হোসেন।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

গুলশান থেকে ধানমন্ডি যেতে হবে... একটা ট্র্যাফিক এলার্ট পেজে স্ট্যাটাস দিলাম, “রাস্তার কি অবস্থা? ধানমন্ডি যেতাম... কোন সাজেশন?’’ ...সেখান থেকে সাজেশন আসলো কি কি সাথে করে নিয়ে রওয়ানা নিতে হবে।

• পলিথিন
• কাঁচা সুপারি
• অক্সিজেন সিলিন্ডার
• জায়নামাজ
• তায়াম্মুম করার মাটি
• আগরবাতি (আল্লাহ জানে এটা কেন... সম্ভবত নিজের জানাজা নিজে পড়ার জন্য)
• ফ্যামিলি অ্যালবাম
• মকসুদুল মুমিন
• কিছু শুকনো খাবার
• ২টা এক্সট্রা লুঙ্গি
• লুডু বোর্ড
• শেভিং রেজার (পুরুষদের জন্য)
• ভ্রু প্লাকের সুতা (নারী-পুরুষ উভয়ের জন্য)
• কিছু শক্ত দড়ি
• খালি কলসি
• বায়নোকুলার
• হ্যান্ড মাইক
• শাবল
• কোদাল
• চা পাতি (ওয়েট নবাব... চলতি পথে চা বানিয়ে খাওয়ার জন্য নয়, নিজের লাশ পইচা গেলে নিজের আশপাশে ছিটায়ে দেওয়ার জন্য)

জেডএইচ/জিকেএস