ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

হকারদের হাঁকডাকে ফুটপাতেও জমেছে ঈদের কেনাকাটা

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ জুন ২০১৬

ঈদ সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে চলছে কেনাকাটার ধুম। অভিজাত শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড়। অন্যদিকে হকারদের হাঁকডাকে প্রতিটি ফুটপাতেও জমেছে ঈদের কেনাকাটায়।

ব্যবসায়ীদের মতে, রাজধানীতে ফুতপাতের ব্যবসায়ীরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। ঈদ যতোই এগিয়ে আসছে ততোই তাদের বেচাকেনা বাড়ছে। ঈদ বাজারের কেনাকাটায় সবচেয়ে এগিয়ে আছে ফুটপাতের ব্যবসায়ীরা।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পশ্চিম গেটের সামনে, বঙ্গবাজার, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, এলিফান্ট রোড, ফার্মগেট, মিরপুর, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাত, গোলাপ শাহ মাজার সংলগ্ন ফুটপাতসহ পুরো রাজধানীর ফুটপাতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।

Footfat

রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত ঘুরে দেখা গেছে, সব বয়সি নারী-পুরুষ, শিশুদের জন্য রঙ-বেরঙের বিভিন্ন ডিজাইনের জামা-কাপড় পাওয়া যাচ্ছে এই স্থানগুলোতে। রাজধানীর ফুটপাতের বাজারে প্রতিনিয়তই ক্রেতারা ভিড় করছেন এবং তাদের পছন্দমতো কেনাকাটা করছেন।

পোশাক ছাড়াও ফুটপাতের এ সব দোকানে নিত্য ব্যবহার্য প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে, তার মধ্যে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট, বেল্ট, লুঙ্গি, টুপি, সুগন্ধি থেকে শুরু করে মেয়েদের শাড়ি, ঘড়ি, থ্রি-পিস, টু-পিস, সিঙ্গেল কামিজ, রেডিমেট কামিজ, টপস, টাইটস, গজ কাপড়, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, কসমেটিকস, বাচ্চাদের পাঞ্জাবি, থ্রি-পিস, ফ্রক, স্কার্ট, প্যান্ট, গেঞ্জি, বড়-ছোট সবার জুতা, স্যান্ডেল, চশমাসহ বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এখানে। ফলে ঈদ কেনাকাটায় ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

এ দিকে বিক্রেতারা বলছেন, অন্য অন্য বারের চেয়ে এবার বেচাকেনা বেশ ভালো। আমাদের এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সামনে আমাদের ব্যবসা আর একটু চাঙ্গা হবে, বিশেষ করে চাকরিজীবীদের হাতে বেতন-বোনাসের টাকা আসলেই, কেনাকাটার আরো ধুম পড়বে।

Footfat

রাজধানীর মালিবাগ মৌচাক এলাকার বিভিন্ন ফুটপাত ঘুরে দেখা যায়, ক্রেতাদের আনাগোনায় এবং দরদামে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা।

রামপুরা থেকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে এই ফুটপাত থেকে থ্রিপিচ কিনছিলেন সুরাইয়া আক্তার। তিনি বলেন,  ফুটপাতে তুলনামূলক কম দামে সব কিছু কেনা যায় তাই এখানে কিনতে আসা।

প্রতিবারই ফুটপাত ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কেনাকাটা করি জানিয়ে সুরাইয়া আক্তার বলেন, ফুটপাতেও কালেকশন কম থাকে না, এখানেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তবে এবার ফুটপাতেও অনেক জিনিসের দাম একটু বেশি বলেও অভিযোগ করেন তিনি।

Footfat

রাজধানীর চাঁদনী চক মার্কেটের সামনের ফুটপাতে স্বামীকে সঙ্গে নিয়ে জুতা এবং ব্যাগ কিনেছেন গৃহিনী সানজিদা হক। তিনি বলেন, নিউমার্কেট সংলগ্ন এই ফুটপাতগুলোতে চমৎকার সব জিনিস তুলনামূলক কম দামে পাওয়া যায়। প্রায় সময় এই ফুটপাত থেকে কেনাকাটা করা হয়, তবে ঈদের সময় একটু বেশি কালকশন থাকায় প্রায় দিন এখানে কেনাকাটা করতে আসি।

এ সময় সানজিদা হকের স্বামী লিয়াকত আলী বলেন, দ্রব্যমূল্যের যেমন ঊর্ধ্বগতি, বাজারে সব জিনিসের যেমন দরদাম হয়েছে, আমাদের মত মানুষের জন্য তাই ফুটপাতই উপযুক্ত বাজার।

এএস/জেএইচ/এমএস

আরও পড়ুন