প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা
একঘেয়ে লাগছে জীবন, এমন এক অনুভূতির মধ্যে দিয়ে গতানুগতিক জীবনে একসময় বিরক্ত হয়ে পড়ে সবাই। প্রায় প্রতিটি মানুষই নিজের প্রতিদিনের একঘেয়ে জীবন-যাপনে বিরক্ত হয়ে যায় কোনো না কোনো সময়ে। আর প্রাত্যহিক জীবনের এই বিরক্তি থেকে নানান রকম হতাশা ভর করে বসে মনে। কোনো কিছুই আর ভালো লাগে না এমন পরিস্থিতিতে।
কাজ আর ব্যস্ততার জগদ্দল পাথরের ন্যায় ভারি হয়ে ওঠা জীবনে কিছু সময়ের প্রাণবন্ত অনুভূতি সৃষ্টি করতে পারে আড্ডা। আড্ডা বাঙালি মননের একটা অনিবার্য-চাহিদা। বলা যায় আকুতি তৃষ্ণাও। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দেয়ার আনন্দে বাঙালির কোনো ক্লান্তি নেই। নেই একঘেয়েমিতা।
জ্ঞান-বিজ্ঞানের কথা থেকে শুরু করে ভ্রমণ বর্ণনা, রোমাঞ্চ, প্রেম, দেশ, ভাষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, চলচ্চিত্র, সমসাময়িক প্রসঙ্গ, সমাজ, শিল্প-সাহিত্য-সঙ্গীত এর যেকোনো কিছুই হতে পারে আড্ডার উপাদান।
আড্ডা মানুষের জীবনে কীভাবে প্রশান্তি সৃষ্টি করতে পারে এ বিষয়ে ডা. নূর-ই-ফাতেমা আশা বলেন, মন আনন্দে থাকলে, শরীর সুস্থ থাকে। যেহেতু বন্ধু-বান্ধব-প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা থাকলে মনে আলাদা ধরনের আনন্দের সৃষ্টি হয় ঠিক তেমন সেই আনান্দ-প্রাণবন্ততা শরীর সুস্থ রাখে সেই সঙ্গে মনে প্রশান্তি সৃষ্টি করে।
সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ১২তম ব্যাচের একদল তরুণ চিকিৎসক ব্যস্ততম জীবনের কিছুটা একঘেয়েমিতা কাটিয়ে উঠতে একটু নির্মল ও নির্ভেজাল আনন্দ খুঁজতে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করে। যে আড্ডাটা নৌপথে। নৌকায় করে যমুনা নদীতে ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী এই আড্ডাবাজি। সেখানেই মাঝে মাঝে চা পান, নিজেদের আয়োজনে মুড়ি মাখিয়ে খাওয়া, আর নদীতে জেগে ওঠা চরে ঘুরে ঘুরে আড্ডা দেয়া।
এ ব্যতিক্রমী আড্ডা সম্পর্কে আড্ডায় অংশ নেয়া ডা. সাদ জুলফিকার প্রান্ত বলেন, আমাদের মতো চিকিৎসকদের জীবনে নিজেদের জন্য কিছুটা সময় বের কারাই কঠিন। তারপরও নিজেদের প্রাণবন্ত করতেই এই আড্ডার আয়োজন। সহকর্মীদের খোশ-গল্প, অ্যাডভেঞ্চার, রোমান্স, সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি নিজেদের ভালোলাগাবিষয়ক আলোচনা হয়। সেই সঙ্গে কিছু সময়ের জন্য নিজেদের আনন্দে-উচ্ছ্বাসে ভাসানো যায়।
১৯ জন চিকিৎসকদের এই ব্যতিক্রমী আড্ডায় উপস্থিত ছিলেন- নেপালি বংশোদ্ভূত ডাক্তার আনিতা থাপা। তিনি বলেন, নৌকাযোগে এই আড্ডাটা ছিল চমৎকার। নেপাল থেকে বাংলাদেশে মেডিকেলে পড়তে এসেছি, এদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি সব সময়। একঘেয়ে জীবনে নৌকায় ভিন্ন রকম আড্ডার মধ্যে দিয়ে একটা আলদা প্রশান্তি এসেছে।
এএস/বিএ