সমুদ্র গর্ভে হারিয়ে যেতে পারে সুন্দরবন
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এ বনেই রয়েছে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। তবে প্রতি বছর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় একসময় সমুদ্র গর্ভে হারিয়ে যেতে পারে সুন্দরবন। এমনই আশংকা করছেন বিজ্ঞানীরা। খবর এবিপি আনন্দ
বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, সুন্দরবন এলাকায় খুব দ্রুত সমুদ্রের পানির স্তর বিপদজ্জনক ভাবে বাড়ছে। সমীক্ষা অনুযায়ী প্রতি বছরই সমুদ্রের পানির স্তর প্রায় ৩ থেকে ৮ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে সমুদ্রের গর্ভে সুন্দরবন তলিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।
এমন ঘটনা ঘটলে সব থেকে বিপদে পড়বে সুন্দরবনের বন্যপ্রাণীরা। এই ভূমিক্ষয় ও পানির স্তর বেড়ে যাওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক ও জনবসতির মাত্রারিক্ত সম্প্রসারণ, বিভিন্ন কাজকর্মকে দায়ী করছেন পর্যবেক্ষকরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুনামির মতো ভূমিকম্পের ঘটনা গুলো গত কয়েক বছরে সুন্দরবনের ভূস্তরের পরিবর্তনের অন্যতম কারণ। এই ভাবে জমিক্ষয় ও পানির তলের মাত্রা বাড়তে থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই জলোচ্ছ্বাসে নিশ্চিহ্ন হয়ে যাবে সুন্দরবনের সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপ।
বিশ্ব ব্যাংকের উপদেষ্টা সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, এই সমীক্ষা সুন্দরবনের জন্য খুবই আশঙ্কার বার্তা বয়ে এনেছে। এই সমস্যার মোকাবিলা করতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সমীক্ষায় জানানো হয়েছে, পানির তল যদি আর মাত্র ৪৫ সেন্টিমিটার বেড়ে যায়, তাহলেই ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা সুন্দরবনের ৭৫ শতাংশই সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে।
এএ