ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

সংলাপে ‘হ্যাপি’ ইসি

সিরাজুজ্জামান | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০২ আগস্ট ২০১৭

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ফুরফুরে মেজাজে আছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে আসা সুপারিশগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ইসি অথবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তা তুলে ধরা হবে। এতে ইসির নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। মঙ্গলবার ইসি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

এ বিষয় জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জাগো নিউজকে বলেন, ইসির সঙ্গে বিশিষ্টজনদের বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ এসেছে। নির্বাচনী কর্মপরিকল্পনা অনুযায়ী সবার সঙ্গে সংলাপ হবে। সবার মতামত আইন প্রণয়ণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই এগুলো সরকারসহ সবার কাছে পৌঁছে দেয়া হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের কাছেও পাঠানো হবে। তাই এ সংলাপে আমরা হ্যাপি।

ইসির একাধিক সূত্র জানায়, মঙ্গলবার আগের দিনের সংলাপ নিয়ে আলাপ-আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক কমিশনার। আর আগস্টেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ করবে ইসি। এজন্য কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। দাওয়াত দেয়া হচ্ছে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের। আর নিবন্ধিত দলগুলোর সঙ্গে শেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গেও বসবে ইসি।

ec

সংলাপে উপস্থিত এক কর্মকর্তা বলেন, এসব কথা লিখিতভাবে সবার কাছে পৌঁছে দেয়া হবে। সবাই জানবে ইসি কী করছে বা করতে পারছে না। তখন ঢালাওভাবে ইসিকে কেউ দোষারোপ করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার কবিতা খানম জাগো নিউজকে বলেন, আমরা বলতেই পারি প্রথম সংলাপ সফল হয়েছে। কারণ সবাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গঠনমূলক বক্তব্য দিয়েছেন। তবে কয়েকজনের বক্তব্য পালন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। এ সমস্যাটুকু ছাড়া সব ঠিক আছে। তাই আমরা সন্তুষ্ট।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে ইসি। এতে ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ৩৩ জন। আমন্ত্রিতদের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন। কেউবা ছিলেন বিদেশ। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে প্রতিবেদন তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খন্দকার মো. নুরুল হুদা।

এইচএস/জেএইচ/এমএআর/পিআর

আরও পড়ুন