ভিডিও EN
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

পারটেক্সের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ

প্রকাশিত: ০৫:২০ এএম, ০৯ মার্চ ২০১৬

পারটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স ফার্নিচারের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়েছে ভ্যাট গোয়েন্দারা। সম্প্রতি প্রতিষ্ঠানটির তেজগাঁও শান্তা টাওয়ার ও ফার্মগেট আউটলেটে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপথ ও রেকর্ড জব্দ করা হয়েছে। তাদের রেজিস্ট্রার দেখে ভ্যাট ও জরিমানা অংক নির্ধারণের কাজ করছে গোয়েন্দারা।

গত বৃহস্পতিবার ২২ জন গোয়েন্দা পারটেক্স ফার্নিচারের শো রুমের অভিযানে অংশ নেন। এদের মধ্যে ৮ জন সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। ভ্যাট গোয়েন্দারা জানান, ক্রেতাকে ইসিআর মেশিনে ভ্যাটের চালান না দেয়াসহ প্রায় আধা ডজন অভিযোগ রয়েছে পারটেক্সের বিরুদ্ধে। অনলাইনে এক ক্রেতা তাদের প্রমাণসহ অভিযোগ করেন। এরই ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
 
পারটেক্সের ফার্নিচারের আউটলেটগুলোর বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো হচ্ছে- হেড অফিসের নাম দিয়ে ঠিকমতো ভ্যাট না দেয়া, ভ্যাট আইনের আওতায় ব্যবসা না করা। এছাড়াও চালানে ভ্যাট না দেখানো এবং ইসিআর চালান চাইলে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারের প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের ভ্যাট প্রদান প্রক্রিয়ায় গভীর ধুম্রজাল ও রহস্যময়তা পেয়েই তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। অভিযান ও অভিযোগের সম্পর্কে ভ্যাট গোয়েন্দাদের তাদের ফেসবুক পেইজে বিস্তারিত উল্লেখ করেছেন।

গোয়েন্দারা জানান, “আমরা অনলাইনে অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমরা পারটেক্সের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ আনছি না। ভ্যাট গোয়েন্দা অভিযোগ আমলে নিয়েছে এবং যাচাই করার জন্য তাদের তথ্য উপাত্ত পরীক্ষা নিরীক্ষা করবে। এ জন্যে তাদের রেকর্ড ও কাগজপত্র জব্দ করা হয়েছে।”
 
নথিপত্র দেখে টাকার অংক হিসেব করে তাদের কাছ থেকে এযাবতকালের ভ্যাট আদায় করা হবে বলেও জানানো হয়।

ভ্যাট ফাঁকির বিষয়ে অভিযোগ করবেন যেভাবে-
কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ পেলে অভিযোগ ও তাদের বিল অথবা কাঁচা চালান অথবা ইসিআর চালানের ছবি তুলে ভ্যাট গোয়েন্দাদের ফেসবুক পেইজে পাঠাতে পারবেন। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে গোয়েন্দা সদস্যরা।
 
এআর/এসকেডি/আরএস/পিআর