ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতে গিয়ে খেলা হলো না আশরাফুলদের, বাধ্য হয়ে ফিরছেন দেশে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১১ মার্চ ২০২৫

মোহাম্মদ আশরাফুলের মন খুব খারাপ। দেশের ক্রিকেটের এ নামী তারকা চরম হতাশ। ঢাকা প্রিমিয়ার লিগে নিজ দল ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে অপরাজিত রেখে গেলেন ভারতের উদয়পুরে লিজেন্ডস টুর্নামেন্ট খেলতে। সেটা খেলা হলো না।

এদিকে আশরাফুলের কোচিংয়ে প্রথম দুই ম্যাচ জেতার পর ধানমন্ডি ক্লাব গতকাল সোমবার যাচ্ছেতাইভাবে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ১৭৫ রানের বড় পরাজয়ে এককভাবে শীর্ষস্থানটা হাতছাড়া হয়েছে ধানমন্ডি ক্লাবের।

আশরাফুলের আক্ষেপমাখা সংলাপ, ‘ধানমন্ডি ক্লাবকে অপরাজিত রেখে গেলাম ভারতের রাজস্থানের উদয়পুরে এশিয়ান লিজেন্ডস টুর্নামেন্ট খেলতে। গিয়ে শুনি এটা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত আসর নয়। তাই আইসিসির অনুমোদিত টুর্নামেন্টও না। সে কারণেই বিসিবির অনুমতি নেই। তাই আমাদের আর এশিয়ান লিজেন্ডস লিগ খেলা হলো না। আমরা দেশে ফিরে যাচ্ছি।’

আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় দিল্লী বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার আগে হোয়াটসঅ্যাপে জাগোনিউজকে এ তথ্য জানান আশরাফুল।

উদয়পুরের এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্ট না খেলে আজ মঙ্গলবার রাত ৮টায় দেশে ফিরবেন আশরাফুলসহ ৪ ক্রিকেটার। বাকিরা কয়েকদিন ভারতে অবস্থান করবেন। তারপর দেশে আসবেন।

আশরাফুল বলেন, ‘ওই টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড তথা আইসিসি অনুমোদিত নয়। তবে প্রায় এক বছর ধরে আমাদের আমন্ত্রণ জানিয়ে আসছিলো। শুরুতে তামিম ইকবালও এজেন্টের মাধ্যমে এ আসরে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। আমরাও নিজেরা যার যার মতো প্রস্তুতি নিয়ে গেছি। কিন্তু গিয়ে শুনি, এ টুর্নামেন্ট বিসিসিআই অনুমোদিত নয়। তাই বিসিবি আমাদের এ আসর খেলতে নিষেধ করেছে। শাহরিয়ার নাফীস বিসিবি থেকে আমাদের চিঠিও দিয়েছে। তারপর আমরা না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরীও হতাশ ও মনঃক্ষুণ্ন। তার কথা, ‘বিসিসিআইয়ের অনুমোদিক টুর্নামেন্ট কিনা, তা জেনে যাওয়া উচিত ছিল।’

নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, বিসিসিআইয়ের অনুমোদন নেই জানার পরও খেলতে গিয়ে থাকলে সেটা মোটেই ঠিক হয়নি। তা হয়ে থাকলে সেটা হবে রীতিমতো দুঃখজনক, হতাশার।

এআরবি/এমএইচ/জেআইএম