ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌম্য, বল হাতে শরিফুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২৫

সৌম্য সরকারের ব্যাটে দারুণ সম্ভাবনা দেখেন বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তারা। যে কারণে তারা সৌম্যকে অনেক সুযোগ দিয়ে থাকেন। সৌম্যও মাঝেমধ্যে সেই সুযোগের প্রতিদান দেন। তকে বেশ কিছুদিন ধরেই তার ব্যাট কথা বলছিল না।

এবারের প্রিমিয়ার লিগে ৫ ইনিংস আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে একটি অপরাজিত ৫০ রানের ইনিংস ছিল তার ব্যাটে। এর আগে-পরে দু’বার শূন্য রানে আউট হয়েছিলেন। ব্যাট করার সুযোগ দেয়া হয়নি তিন ম্যাচে।

তবে, আজ (বৃহস্পতিবার) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সুযোগ পেয়ে নিজেকে বেশ ভালোভাবেই মেলে ধরেছেন সৌম্য। ৭৯ বল খেলেন তিনি। নামের পাশে যোগ করেছেন ৮০ রানের অনবদ্য এক ইনিংস।

এরপর বল হাতে জ্বলে উঠলেন পেসার শরিফুল ইসলাম। তিনি নেন ৬ উইকেট। এ দু’জনের নৈপুণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০ রানে ব্রাদার্সকে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। তিন নম্বরে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি। সৌম্যর ব্যাটে ভর করে রূপগঞ্জের লিজেন্ডসরা সংগ্রহ করেছিল ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান।

মাহমুদুল হাসান জয় ৫৫ বলে খেলেন ৫৯ রান। জাকের আলি অনিক খেলেন ৪৪ রানের ইনিংস।

জবাব দিতে নেমে শরিফুল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। একাই ৬ উইকেট নেন জাতীয় দলের এই পেসার। তার বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন ২৬০ রান করার পর বৃষ্টির কারণে খেলা থেমে। এ সময় খেলা হয় ৪৮.৪ ওভারের। পরে বৃষ্টি আইনে রূপগঞ্জকে ১০ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

ব্রাদার্সের হয়ে মাহফুজুল আলম রবিন করেন ৭৬ রান। ৪৭ রান করেন আইস মোল্লাহ। ৪৬ রান করেন মাইসুকুর রহমান।

আইএইচএস/