সুপার লিগ শুরু ১৭ এপ্রিল, থাকছে রিজার্ভ ডে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রাউন্ড রবিন পর্বের খেলা শেষ হয়েছে গেল ১৩ এপ্রিল। ১২ দলের প্রতিযোগিতায় এ পর্ব শেষে প্রথম ৬ দল খেলবে সুপার লিগ। তিন দিন বিরতি দিয়ে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগের লড়াই।
রাউন্ড রবিন পর্বের মতো সুপার লিগেও প্রতিদিন তিনটি পৃথক ভেন্যুতে ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার প্রথম দিন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ৬ নম্বর হয়ে সুপার লিগে উঠে আসা লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের লড়াই হবে চলতি মৌসুমে বেশ ভালো খেলে পঞ্চম স্থান পেয়ে সুপার লিগে জায়গা করে নেওয়া অগ্রণী ব্যাংকের বিপক্ষে। অন্যদিকে বিকেএসপি ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোকাবিলা করবে প্রথম লিগে চমক দেখিয়ে চতুর্থ স্থান পাওয়া গুলশান ক্রিকেট ক্লাব।
এবার মার্চের শেষ সপ্তাহেই দেখা মিলেছে বৃষ্টির। এপ্রিলের শুরুতেও বৃষ্টি পড়েছে। কাজেই সামনের দিনগুলোয় বৃষ্টি আসতেই পারে। সেই চিন্তায় সুপার লিগের এক পর্বের মাঝখানে বিরতির সঙ্গে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।
সুপার লিগের প্রতি খেলার মাঝখানে একদিন করে বিরতি রাখা যায় নাকি, গত কদিন ধরেই গুঞ্জন ছিল ক্লাব পাড়ায়। অবশেষে আজ মঙ্গলবার দুপুরে বোর্ড সিসিডিএম সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রতি খেলার মাঝখানে একদিন বিরতি। সঙ্গে একদিন অতিরিক্ত, মানে ওই দিন রিজার্ভ ডে হিসেবে বিবেচিত হবে।
এদিকে সুপার লিগের পাশাপাশি চলবে রেলিগেশন লিগও। আগামী ১৮ এপ্রিল থেকে শেরে বাংলা, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে হবে এ ম্যাচগুলো।
শুক্রবার শেরে বাংলায় মুখোমুখি হবে রেলিগেশনের দুই দল পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
সোমবার ব্রাদার্স ইউনিয়নের লড়াই হবে শাইনপুকুরের সঙ্গে। আর ২৪ এপ্রিল রেলিগেশন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে পারটেক্স ও ব্রাদার্স।
যেহেতু সুপার লিগের মতো রেলিগেশন লিগেও প্রথম লিগের পয়েন্ট যোগ হয়, তাই রেলিগেশন লিগে সবচেয়ে খারাপ অবস্থা শাইনপুকুরের। রবিন লিগে ১১ খেলায় ১ মাত্র জয়ে শাইনপুকুরের পয়েন্ট ২। তাই তাদের প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত। পারটেক্স রেলিগেশন লিগ খেলতে নামবে ৬ পয়েন্ট নিয়ে। আর ব্রাদার্সের পয়েন্ট ৫।
এআরবি/এমএইচ/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ অভিমান ভুলে অনুশীলনে ফিরলেন সুজন, বললেন ‘একটু ভুল বোঝাবুঝি’
- ২ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ৩ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৪ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৫ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার