পাঞ্জাবকে মাত্র ১১১ রানে গুটিয়ে দিলো কলকাতা
নিজেদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) তাদেরই ঘরের মাটিতে ১০৩ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ মঙ্গলবার পাঞ্জাব কিংসেরও একই পরিণতি করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার মহারাজা যুজব্ন্দ্রে সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাঞ্জাবকে ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে দিয়েছে কলকাতা। অর্থাৎ জিততে হলে কলকাতাকে করতে হবে ১১২ রান।
চেন্নাই খেই হারিয়েছিল সুনিল নারিনের ভেলকিতে। আর আজকের ম্যাচে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও নারিনের ত্রিমুখী তোপে দাঁড়াতে পারেনি পাঞ্জাব।
হর্ষিত ২৫ রানে ৩ উইকেট, নারিন ১৪ ও বরুণ ২১ রানে ২টি করে উইকেট নেন।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করেন প্রভশিমরন সিং। প্রিয়ানশ আর্য ১২ বলে ২২, শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, জ্যাভিয়ের বার্টলেট ১১ ও নেহার ওয়াধেরা ১০ রান করেন। বাকিরা দুই অংক স্পর্শ করতে পারেনি।
এমএইচ/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ অভিমান ভুলে অনুশীলনে ফিরলেন সুজন, বললেন ‘একটু ভুল বোঝাবুঝি’
- ২ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ৩ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৪ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৫ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার