সিলেট টেস্ট
বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব
তৃতীয় দিনে বৃষ্টির কারণে প্রথম সেশনে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। এমনকি আলোক স্বল্পতার কারণে দিনের খেলাও শেষ হয়েছিল আগেভাগেই।
প্রত্যাশা ছিল, চতুর্থ দিনের খেলাটা একটু আগে শুরু হবে। আজ বুধবার সেটিও হতে দিল না বৃষ্টি। সকালে সিলেটের আকাশ থেকে নেমে এসেছিল ভারী বর্ষণ। এখন বৃষ্টি থেমেছে। তবে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সেটি হচ্ছে না। বৃষ্টির কারণে পিছিয়ে গেছে খেলা শুরুর সময়।
পরবর্তী মাঠ পরিদর্শন সকাল ১০টায়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, কখন খেলা শুরু হবে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা করেছিল বাংলাদেশ। এতে স্বাগতিকদের লিড হয়েছে ১১২ রানের। খেলা শুরু হলে নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলী অনিক ২১ রান নিয়ে মাঠে নামবেন।
এমএইচ/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক