সাকিব-তাইজুলকে পেছনে ফেলে রেকর্ড মিরাজের
এক টেস্টে ১০ উইকেট। বাংলাদেশের বোলারদের ক্যারিয়ারে এমন দিন কালেভদ্রে আসে না। এর আগে এক টেস্টে সবচেয়ে বেশি ১০ উইকেট শিকারের রেকর্ডটি যৌথভাবে ছিল সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের।
সাকিব-তাইজুল টেস্টে ২ বার করে ১০ উইকেট শিকার করেছিলেন। আজ (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ।
যদিও দলকে জেতাতে পারেননি। তবে প্রথম ইনিংসে ৫২ রানে আর দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫টি করে উইকেট শিকার করেন মিরাজ। সবমিলিয়ে ১০২ রানে তার শিকার ১০ উইকেট।
এ নিয়ে এক টেস্টে তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ। ছাড়িয়ে গেলেন সাকিব আর তাইজুলের ২ বার করে করা রেকর্ড।
৭১ টেস্টে সাকিবের উইকেট ২৪৬টি। ৫১ টেস্টে তাইজুলের শিকার ২১৭ উইকেট। তাইজুলের সমান ৫১ টেস্ট খেলে মিরাজ নিয়েছেন ১৯০ উইকেট।
এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক