মুলতানকে হারিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো কোয়েটা
প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। কোয়েটা গ্লাডিয়েটরসের পরবর্তী লক্ষ্য ছিল টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করা। অবশেষে তাতেও সফল হয়েছে সউদ শাকিলের দল।
আজ রোববার রাওয়ালপিন্ডিতে মুলতান সুলতানসকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটে হারিয়েছে কোয়েটা। আগে ব্যাট করে মোহাম্মদ রিওয়ানের দল মুলতান করে ৭ উইকেটে ১৮৫ রান। এই রান টপকাতে কোয়েটাকে খেলতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত।
জয়ের জন্য শেষ ওভারে কোয়েটার দরকার ছিল ১১ রান। প্রথম তিন বলে রান হয়েছে মাত্র ২। অর্থাৎ শেষ তিন বলে রান দরকার ৯। চতুর্থ বলে মুলতানের পেসার মোহাম্মদ হাসনাইনকে ছক্কা হাঁকান হাসান নওয়াজ।
পঞ্চম বলে সফলভাবে এক রান নিলেও দ্বিতীয়বারের মতো প্রান্ত বদল করতে গিয়ে রানআউট হন আবরার আহমেদ। যে কারণে শেষ বলে দরকার ২ রানের। ওই বলে ছক্কা হাঁকিয়ে কোয়েটার জয় নিশ্চিত করেন নওয়াজ।
এ ম্যাচে মুলতানের হয়ে ওপেনার ইয়াসির আলী ২৫ বলে ৪৫, তাইয়ুব তাহির ২৪ বলে ৩৬, জাহানজাইব সুলতান ২১ বলে ২৫, মোহাম্মদ আমির বারকি ১৬ বলে ২১ রান করেন।
আর কোয়েটার হয়ে হাসান নওয়াজ অপরাজিত ৩৮ বলে ৬৭, খাজা নাফে ২৬ বলে ৫১, সউদ শাকিল ২৪ বলে ১৮ ও ফাহিম আশরাফ ৯ বলে ১৬ রান করেন।
লিগ পর্বের সব ম্যাচ (১০) শেষে কোয়েটার পয়েন্ট এখন ১৫। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা করাচি কিংস শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট কোয়েটার সমান হওয়ার সম্ভাবনা নেই।
এমএইচ/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া