ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিম্বাবুয়েকে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০২ পিএম, ৩০ জুন ২০২৫

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্ট বাঁচানো কঠিনই হবে জিম্বাবুয়ের জন্য। স্বাগতিকদের সামনে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

১ উইকেটে ৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৩৬৯ রানে। উইয়ান মুল্ডার করেন বড় সেঞ্চুরি। ২০৬ বলে ১৭ চার আর ২ ছক্কায় ১৪৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার।

শেষদিকে অধিনায়ক কেশভ মহারাজ করেন ফিফটি (৫১)। এছাড়া টনি ডি জর্জি ৩১, ডেভিড বেডিংহ্যাম ৩৫, কাইল ভেরেন আর করবিন বসচের ব্যাট থেকে আসে ৩৬ রান করে।

জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ৯৮ রানে শিকার করেন ৪টি উইকেট।

এমএমআর/এএসএম