ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তবে কি আগস্টে বাংলাদেশে আসবে না ভারত?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:২৫ এএম, ০১ জুলাই ২০২৫

‘ভারত কি পূর্বনির্ধারিত সময়ে ও সূচি মেনে বাংলাদেশে আসবে নাকি সফর বাতিল করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই?’ সিরিজ বাতিল হতে পারে। মাসখানেকের কিছু বেশি সময় আগে ভারতীয় প্রচারমাধ্যমেই এমন খবর প্রকাশিত হয়েছে।

তখন মনে হচ্ছিল সে সংবাদের ভিত্তি নেই। কিন্তু যত সময় গড়িয়েছে, সচেতন ক্রিকেট অনুরাগীদের মনে সংশয়-সন্দেহ বাড়ছে। অবশেষে গতকাল রাতে বিসিবি সভাপতির কথার পর ধারণা করা হচ্ছে, সফর আনুষ্ঠানিকভাবে বাতিল না হলেও ভারত হয়তো পূর্বনির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে না।

সোমবারের বোর্ড পরিচালক পর্ষদ সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যে ব্রিফ করেছেন, তাতে সেই সংশয় আরও বেড়েছে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলায় প্রথম ওয়ানডে।

তবে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তাতে ভারত নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে কিংবা আদৌ আসবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। ভারত সময়মতো আসছে, বিসিবি প্রধানও কিন্তু তা নিশ্চিত করে বলতে পারেননি।

পাকিস্তান ও ভারতের বাংলাদেশ সফরে আসা নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল জানান, পাকিস্তান যথাসময়েই আসছে। ৪ বোর্ড পরিচালক মাহবুব আনাম, ইফতিখার রহমান মিঠু, ফাহিম সিনহা ও নাজমুল আবেদিন ফাহিমের সমন্বয়ে এক ট্যুর অপারেশন্স কমিটি গঠনের কথাও জানান তিনি।

কিন্তু ভারত সফর নিয়ে কোনো নিশ্চিত মন্তব্য বের হয়নি বিসিবি সভাপতির মুখ থেকে। শুধু বলেন, ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। ভারত সফর নিয়ে আলোচনা পজিটিভ। আলোচনা চলছে, কীভাবে সিরিজ আগাতে পারি।

এর বাইরে তিনি একবারের জন্য নিশ্চিত করে এমন কথা বলতে পারেননি যে, ভারত যথাসময়েই বাংলাদেশ সফরে আসবে।

বোঝাই যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা বাংলাদেশে পূর্বনির্ধারিত সফর নিয়ে দোটানায় আছেন। যদি তারা নিশ্চিত করে কিছু বলতেন, তবে বিসিবি সভাপতি অবশ্যই তা মিডিয়ার কাছে প্রকাশ করতেন।

ধারনণা করা হচ্ছে, ভারত সফর বাতিল করার কথা না জানালেও আগস্টে বাংলাদেশে খেলতে আসতে চায় না। সেটা না চাওয়ার কারণ সবারই অনুমেয়, বাংলাদেশে ভারত-বিদ্বেষী মনোভাব।

বিগত দিনে বাংলাদেশের ওপর সব বিষয়ে খবরদারি, নজরদারি ও প্রভাব খাটানোর কারণে নতুন প্রজন্ম ভারতের ওপর চরম নাখোষ। যার জন্য ভারতীয় ক্রিকেট দল হয়তো তাদের জাতীয় দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আর তাই আগস্টে বাংলাদেশ সফর করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বারবার ভাবছে। সবমিলিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এআরবি/এমএমআর/জেআইএম