ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘গুরুতর’ চোটে পান্ত, ব্যাটিংয়ে একজন কম নিয়েই খেলতে হবে ভারতকে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২৫

ওল্ড ট্রাফোর্ড টেস্টে এক ইনিংস শেষ না করেই বোধ হয় সরে যেতে হচ্ছে রিশাভ পান্তকে। জানা গেছে, তার পায়ের হাড়ে শক্ত চিড় ধরেছে। ছয় সপ্তাহের জন্য পান্তকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ফলে চলতি চতুর্থ টেস্ট তো বটেই, পঞ্চম টেস্টেও পান্তকে খেলতে দেখা যাবে না। সেক্ষেত্রে ব্যাটিংয়ে ১০ জন নিয়েই খেলতে হতে পারে ভারতকে। প্রথম ইনিংসে ৪৮ বলে ৩৭ রান করে আহত অবসরে যান পান্ত।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বোর্ড আপাতত চেষ্টা করছে কোনোভাবে যাতে পান্তকে ব্যথার ওষুধ খাইয়ে অন্তত ব্যাট করতে নামানো যায়। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, পান্তের পায়ে চিড় ধরেছে। ছয় সপ্তাহের জন্য তাকে পাওয়া যাবে না। চিকিৎসকেরা চেষ্টা করছেন যাতে ব্যথার ওষুধ খাইয়ে ব্যাট করতে নামানো যায়। এখনও হাঁটাচলার জন্য কারও কাঁধে ভর দিতে হচ্ছে। ফলে ব্যাটিংয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’

পান্ত যদি একান্তই এই টেস্টে ব্যাট করতে না পারেন, তা হলে একজন কম নিয়েই খেলতে হবে ভারতকে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে ১০ জন ব্যাট করার সুযোগ পাবেন। উইকেটকিপিংয়ের ভার সামলে দেবেন ধ্রুব জুরেল।

ভারতীয় ইনিংসের ৭৮তম ওভারে ডান পায়ে চোট পান পান্ত। দেখা যায় তার পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না। স্ট্রেচারে করে তাকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণা অনুভব করছিলেন।

চোটটা হয়েছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি ইয়র্কার বলে। পান্ত বলের দিকে না তাকিয়ে সুইপ করতে যান। বল ব্যাটে লেগে তার ডান পায়ের গোড়ালির ঠিক নিচে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে থাকেন পান্ত। ফিজিও মাঠে চলে আসেন। কিন্তু ব্যথা কমেনি। দেখা যায়, তার ডান পায়ে ক্ষত ছাড়াও রক্তের দাগও রয়েছে। তাকে ক্যাবি অ্যাম্বুল্যান্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

তৃতীয় টেস্টেও প্রথম দিন চোট পেয়েছিলেন পান্ত। লর্ডসে উইকেট কিপিং করার সময় একটি বল তার হাতে লাগে। আঙুলে চোট পেয়ে সেই ম্যাচে আর উইকেট কিপিং করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন। কিন্তু এ বার দেখে মনে হয়েছে পান্তের চোট অনেক বেশি গুরুতর।

এমএমআর/জেআইএম