ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মাঠে এসেছি’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৪ জুলাই ২০২৫

সাভার থেকে ক্লাস থ্রি, নার্সারি এবং ওয়ানে পড়ুয়া তিন শিশু বাবা-চাচার সঙ্গে এসেছে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ দেখতে। নিহান, আনাস এবং জাওয়াদ- নামে এই তিন শিশুর ইচ্ছা সাকিব আল হাসানের খেলা দেখবে।

কিন্তু সাকিব তো নেই। সে কারণে এখন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা মোস্তাফিজুর রহমান জাওয়াদের প্রিয় ক্রিকেটার, নিহানের প্রিয় তাওহিদ হৃদয় এবং আনাসের প্রিয় অধিনায়ক লিটন দাস। ক্রিকেটপ্রেম হৃদয়ে নিয়ে ছোট্ট এই তিন শিশুর প্রত্যাশা, আজ শেষ ম্যাচেও বাংলাদেশের জয় দেখবে।

তিন শিশুর সঙ্গে আসা মোহাম্মদ শরিফুল ইসলাম বললেন, ‘প্রথম দুই ম্যাচ আমরা বাসায় বসে টিভিতে দেখেছি। সিরিজ এরই মধ্যে জয় হয়ে গেছে বাংলাদেশের। বাচ্চারা শেষ ম্যাচ দেখতে খুব আগ্রহী। নিজ চোখে বাংলাদেশের জয় দেখতে চায়, তাই তাদেরকে আজ স্টেডিয়ামে নিয়ে এসেছি।’

‘আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মাঠে এসেছি’

মানিকগঞ্জ সদর থেকে ৫ বন্ধু একসঙ্গে এসেছেন বাংলাদেশের জয় দেখার জন্য। এর মধ্যে এনামুল হোসেন নিজের নাম রাখলেন এনামুল টাইগার। মুখে বাঘের আদলে ছবি এঁকে এসেছেন। এ কারণে বন্ধুরাও তাকে টাইগার নামে ডাকছিল। বাকি বন্ধুরা হলেন ফয়জুর রহমান, ওয়াসিম আকরাম, সজিব হোসেন এবং বাদল মিয়া।

বাংলাদেশ দলের জার্সি পরে খেলা দেখতে এসেছেন ৫ জনই। সাকিব আল হাসানের ভক্ত তারা। তবে, সাকিব নাই তাতে কি! বাংলাদেশ আজ শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে এ প্রত্যাশা তাদের।

এনামুল টাইগার বললেন, ‘সাকিব আল হাসান বিশ্বসেরা তারকা। বাংলাদেশ দলে তার খুব প্রয়োজন। তিনি যে মানের ক্রিকেটার, যেভাবে দেশের জন্য খেলেছেন, তাতে আমরা তাকে খুব মিস করি। সাকিব না থাকলেও আমরা বাংলাদেশের সমর্থক। আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে এসেছি স্টেডিয়ামে। বাংলাদেশই জিতবে আশা করি।’

‘আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মাঠে এসেছি’

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ রানের শ্বাসরূকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার প্রত্যাশা বাংলাদেশ দলের।

সে লক্ষ্যে টস জিতে আজ পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। যদিও ব্যাট করতে নেমে প্রথম দুই ম্যাচের তুলনায় আজ ঝোড়ো ব্যাটিংই করছে পাকিস্তান দলের ব্যাটাররা।

আইএইচএস/এমএমআর/জেআইএম