ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফাহিমের আক্ষেপ

বৃষ্টির কারণেই পাকিস্তান সিরিজে ভালো উইকেট বানানো যায়নি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৫ জুলাই ২০২৫

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে শেরে বাংলার পিচ খুব স্লো ও নিচু ছিল, তা বলা যাবে না। কারণ, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে এর চেয়েও খারাপ পিচে খেলা হয়েছিল। সেটা ছিল ‘ঠেলাগাড়ির’ গতির উইকেট। হাঁটুর সামান্য ওপরের উচ্চতার সে পিচে খানিক টার্নও ছিল। স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দে খেলা সম্ভব ছিল না।

এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেরে বাংলায় ঠিক এমন পিচ ছিল না। তবে প্রথম দুই ম্যাচের বড় সময় বল দুই রকমের গতিতে ব্যাটে এসেছে। কোনোটা স্বাভাবিক গতিতে, আবার পরক্ষণেই থেমে। যার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। যে কারণে রান ওঠেনি তেমন।

তবে গতকাল বৃহস্পতিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে যে উইকেটে খেলা হয়েছে, সেটা মন্দ না। টি-টোয়েন্টির জন্য পুরোপুরি আদর্শ না হলেও এদিনের পিচ নিয়ে নেতিবাচক কথা বলেননি কেউ।

পাকিস্তান সিরিজটি কি এর চেয়ে ভালো উইকেটে করা যেত না?

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের বলেন, ‘এবার পাকিস্তানের সঙ্গে যে খেলাটা হলো ঢাকায়, সেখানে আমাদের চাওয়া ছিল ভালো উইকেট। কিন্তু চাওয়া পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া।’

এই বোড পরিচালকের ব্যাখ্যা, ‘এখন বর্ষাকাল। প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পিচের পরিচর্যার কাজ যথাযথভাবে করা সম্ভব হয়নি। দ্বিতীয় ম্যাচে আশা করেছিলাম খানিক ভালো হবে। তাও হয়নি। তৃতীয় ম্যাচে কিছুটা ভালো ছিল উইকেট। পরিকল্পনায় ছিল ভালো উইকেটে খেলার। আমাদের হেড কোচকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই এই উত্তরই দেবেন। আমরা ভালো উইকেটে খেলতে চাই। আরও ভালো উইকেটে খেলতে না পারার আক্ষেপ আছে।’

এআরবি/এমএইচ/