ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওভাল টেস্ট

ভারতের বিপক্ষে একজন কম নিয়েই খেলতে হচ্ছে ইংল্যান্ডকে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০১ আগস্ট ২০২৫

আগের টেস্টে এমন বিপদে পড়েছিল ভারত। রিশাভ পান্ত পড়েছিলেন চোটে। এবার ইংল্যান্ডেরও একই হাল। তবে ইংলিশদের জন্য বোধ হয় ক্ষতিটা আরও বেশি।

কেননা ছিটকে পড়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও তাই ভুগতে হবে ইংলিশদের। বৃহস্পতিবার ওভাল টেস্টে খেলার শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ওকস। তখনই বোঝা গিয়েছিল, চোট যথেষ্ট গুরুতর।

দ্বিতীয় দিনের খেলা শুরু আগেই ছিটকে গেছেন ওকস। শুক্রবার সকালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিয়েছে, ওভাল টেস্টে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছে, তার কাঁধের হাড় নড়ে গেছে। ফলে মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

বৃহস্পতিবার ভারতের ইনিংসের ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি বাঁচালেও আঘাত পান কাঁধে।

ঝাঁপিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় বাঁ কাঁধে চোট পান ওকস। তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ইংল্যান্ডের ফিজিওর সাহায্য নিয়ে বাঁ হাতে সোয়েটার জড়িয়ে মাঠ ছাড়েন ওকস। বৃহস্পতিবার রাতেই স্ক্যান করানো হয়েছে।

এমএমআর