ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই ম্যাচ খেলেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৪ আগস্ট ২০২৫

মাত্র দুই ম্যাচ খেলেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ফখর জামানের। বাঁহাতি ব্যাটার হ্যামস্ট্রিং চোটে পড়ায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে পারেননি; একই সঙ্গে পরবর্তী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়েছেন।

ফ্লোরিডার লডারহিলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফখর চোট পাওয়ায় তৃতীয় ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন খুশদিল শাহ।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে আউটফিল্ডে বল ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে ফখরের। পরে চিকিৎসক দল বাম হ্যামস্ট্রিংয়ে হালকা চোট শনাক্ত করে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, চোট পাওয়ার পরপরই প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপনা করা হয়েছে। ফখর আগামী ৪ আগস্ট, অর্থাৎ তৃতীয় ও নির্ধারণী টি-টোয়েন্টির পরদিন পাকিস্তানে ফিরে যাবেন। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া পিসিবি’র মেডিকেল দলের তত্ত্বাবধানে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলবে।

ওয়ানডে স্কোয়াডে ফখরের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় যুক্ত হবে কি না, তা এখনো জানায়নি পিসিবি।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ফখর ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি; তার স্কোর ছিল যথাক্রমে ২৮ ও ২০।

৩৫ বছর বয়সী ফখর একই ধরনের চোট পেয়েছিলেন চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় বলেই একটি কাভার ড্রাইভ ঠেকাতে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পান এবং পরদিনই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

মজার বিষয় হলো, সে সময় ফখর খেলছিলেন সাইম আইয়ুবের পরিবর্তে। ছয় সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় বাউন্ডারির দিকে দৌড়াতে গিয়ে একইভাবে চোট পেয়েছিলেন সাইমও। যে কারণে তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল।

ফ্লোরিডায় চলমান টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। আজ সোমবার সিরিজের শেষ ম্যাচ খেলছে দুই দল।

এমএইচ/এএসএম