ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিন্ডিতে প্রথম দিনে সমানে সমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫

একদল ৯১ ওভারে করেছে ২৫৯ রান। আরেক দল নিয়েছে ৫ উইকেট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথমদিন শেষে দুই দলই সমানে সমান। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান। যেখানে অধিনায়ক শান মাসুদ খেলেছেন অনবদ্য ৮৭ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকা যদিও বল হাতে নিয়ন্ত্রণ বজায় রেখেছিল, তবে চারটি সহজ ক্যাচ ফেলে ম্যাচের প্রথম দিনটিতে নিজেদেরই বিপদ বাড়িয়েছে প্রোটিয়ারা। পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক তিনবার জীবন পেয়ে ৫৭ রানের ইনিংস খেলেন, আর মাসুদও ৭১ রানে জীবন পেয়ে শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন।

লাহোর টেস্টের পুনরাবৃত্তিই হচ্ছে যেন রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং শুরু করে। প্রথম ১৬ ওভারে রানরেট ছিল প্রতি ওভারে মাত্র ২.৫। শফিককে একাধিকবার জীবন দেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা— প্রথম ওভারে ট্রিস্টান স্টাবস তার সহজ ক্যাচ ফেলেন, এরপর কেশব মহারাজ ও রাবাদার বলেও সুযোগ হাতছাড়া হয়।

South africa

অবশেষে সাইমন হার্মার ইনাম-উল-হককে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার প্রথম সাফল্য এনে দেন।

দ্বিতীয় উইকেটে মাসুদ ও শফিক গড়েন ১১১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। মাসুদ লাঞ্চের পর আক্রমণাত্মক মেজাজে যান— হার্মার ও মুথুসামিকে পরপর দুই ওভারে ছক্কা মারেন। তবে শফিক আহমেদ ৫৭ রান করে হার্মারের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

বাবর আজম ২৭ রান করে কেশব মহারাজের বলে দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন— টনি ডি জরজি সিলি মিড-অফে এক হাতে চমৎকার ক্যাচটি ধরেন।

শেষ বিকেলে শান মাসুদ শতকের কাছাকাছি পৌঁছেও ৮৭ রানে মাহারাজের বলে সুইপ করতে গিয়ে ইয়ানসেনের হাতে ধরা পড়েন।

দ্বিতীয় নতুন বল নেওয়ার পর কাগিসো রাবাদা রিভার্স সুইং কাজে লাগিয়ে মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করে পাকিস্তানের পঞ্চম উইকেট নেন। সাউদ শাকিল (অপরাজিত ৪২) ও সালমান আগা (অপরাজিত ১৪) দলকে দিনশেষে আরও বিপদে পড়তে দেননি।

আইএইচএস/