কোহলি শূন্য, রোহিত ৭৩, ভারত ২৬৪
দীর্ঘদিন পর ভারতের জার্সি গায়ে আগের ম্যাচেই মাঠে ফিরেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে রোহিত শর্মা ৮ রান করলেও রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। ৮ বল খেলে আউট হয়েছিলেন শূন্য রানে।
এবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আবারও ডাক মারলেন বিরাট কোহলি। মাত্র ৪ বল খেলে হ্যাভিয়ের বার্টলেটের বলে এলবিডব্লিউর শিকার হয়ে গেলেন তিনি। ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচে (সব ফরম্যাট মিলিয়ে) শূন্য রানে আউট হলেন। শুধু তাই নয়, টানা তিন ওয়ানডেতে মাত্র ১ রান করলেন তিনি। এর আগে গত মার্চে সর্বশেষ ওয়োনডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি।
বিরাট কোহলি ব্যর্থ হলেও আজ দ্বিতীয় ওয়ানডেতে সফল হলেন রোহিত শর্মা। তিনি খেললেন ৭৩ রানের অনবদ্য এক ইনিংস। ৯৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ইনিংসটিকে সাজান রোহিত।
অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত ও স্রেয়াশ আয়ারের দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ভারত।
৭৭ বলে ৬১ রান করেন স্রেয়াশ আয়ার। ৪৪ রান করেন অক্ষর প্যাটেল। শেষ দিকে ১৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন হর্ষিত রানা। শুভমান গিল আউট হন ৯ রান করে। লোকেশ রাহুল করেন ১১ রান।
অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ৪ উইকেট। হ্যাভিয়ের বার্টলেট নেন ৩ উইকেট এবং মিচেল স্টার্ক নেন ২ উইকেট।
আইএইচএস/