ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের ৫ জয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নাকাল হলো। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতলো ১৭৯ রানের বিশাল ব্যবধানে।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয় (রানের হিসেবে)। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন ব্যবধানে জিতেছিল টাইগাররা।

তৃতীয় স্থানে আছে ২০১৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার ব্পিক্ষে ১৬৩ রানের জয়টি। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেটি রানের হিসেবে বড় জয়ের তালিকায় চতুর্থ স্থানে।

আর ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের জয় তালিকার পঞ্চম স্থানে।

উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ১০ উইকেটের। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে এমন জয় পায় টাইগার বাহিনী। এছাড়া ৯ উইকেটের জয় আছে ৬টি।

এমএমআর/জেআইএম