ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিজয় দিবসে নান্নু-নাফিসদের সহজেই হারালেন আশরাফুল-তুষাররা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস প্রীতি ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৩৮ রান করে মুশতাক একাদশ। জবাবে ১০০ রানে শেষ হয় জুয়েল একাদশের ইনিংস।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান। জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক।

লক্ষ্য তাড়ায় শুরুতেই জাভেদ ওমর বেলিমকে হারায় জুয়েল একাদশ। ৮ বলে ৩ রান করে ফেরেন জাভেদ ওমর বেলিম। একপ্রান্ত ধরে রাখেন ওপেনার শাহরিয়ার নাফীস। ৩৩ বলের ৩৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে করেন ২ রান। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।

এসকেডি/আইএন/