ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলে দুবাই থেকে আসছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

বরাবরের মতো নানা নেতিবাচকতা নিয়েই শুরু হয়েছে বিপিএলের আসর। আসর শুরুর আগে বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা-টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি না আসা।

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা ট্রফি সামনে রেখে ফটোসেশন করেন। সেই সুযোগ এবার হয়নি। খেলা আজ গড়াবে দ্বিতীয় দিনে। এখনও ট্রফি আসেনি।

তবে বিসিবির দাবি, বিপিএলের জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে। আর সেই ট্রফির পেছনে খরচ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ টাকার বেশি!

শুক্রবার সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল; কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।’

দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।

এমএমআর