তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি: শেষ ম্যাচেও হারলো নোয়াখালী
আফগান ব্যাটার হাসান ইশাখিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৭৩ রানের দারুণ একটি ইনিংস গড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দলটির ভক্তরা ভেবেছিল, হয়তো এবার শেষ ম্যাচটাতে জয় নিয়েই তারা মাঠ ছাড়তে পারবে।
কিন্তু তা আর হলো না। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির সামনে ম্লান হয়ে গেলো হাসান ইশাখিলের সেঞ্চুরিটি। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় ৬৩ বলে খেললেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসের সামনেই বড় ইনিংস গড়েও ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।
বিপিএলে প্রথমবার খেলতে এসে টানা ৬ ম্যাচ হারের পর দুটি ম্যাচ জিতেছিল নোয়াখালী। এরপর আবার শেষ দুটি ম্যাচ হারতে হলো তাদের।
আফগান ব্যাটার, মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। ৭২ বলে ১০৭ রান সংগ্রহ করেন হাসান ইশাখিল। ৪টি বাউন্ডারির সঙ্গে ১১টি ছক্কার মার মারেন তিনি।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানে আউট হয় ডেভিড মালান। তবে তিনি ৭৮ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সঙ্গে। এরপর তাওহিদ হৃদয় এবং লিটন দাসের জুটিতে ওঠে ৮৭ রান। ৬৩ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০৯ রানে আউট হন হৃদয়।
৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লিটন দাস। ৩ রান করে অপরাজিত থাকেন খুশদিল শাহ।
এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠলো রংপুর রাইডার্স। সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রংপুর।
তবে, চট্টগ্রাম রয়্যালসের একটি ম্যাচ এখনও বাকি। এই ম্যাচে চট্টগ্রাম যদি বড় ব্যবধানে হেরে যায়, তাহলে হয়তো রান রেট তাদের কমে যেতে পারে। সে ক্ষেত্রে তারা হয়তো তৃতীয় স্থানেও নেমে যেতে পারে।
আইএইচএস/