ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটের বোলারদের তোপে রংপুরের বোর্ডে মাত্র ১১১

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ২০ জানুয়ারি ২০২৬

সিলেট টাইটান্স বোলারদের সামনে পুরোপুরি ধসে পড়েছে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপ। এলিমিনেটর রাউন্ডে ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করেছে মাত্র ১১১ রান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট টাইনান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার দলের বোলাররা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছে।

রাইডার্সের মাত্র ৩ ব্যাটার স্পর্শ করতে পেরেছে দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরু করে ১৮ বলে ৩০ রান করার পর ১৯তম বলে আউট হন খুশদিল শাহ। ১৮ রান করেছেন নুরুল হাসান সোহান।

নোয়াখালীর বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় করেছেন মাত্র ১ রান। সমান ৪ করে এসেছে ডেভিড মালান ও লিটন দাসের ব্যাট থেকে। ৮ রান করেছেন কাইল মায়ার্স।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। একটি উইকেট গেছে সালমান ইরশাদের ঝুলিতে।

আইএন