অস্ট্রেলিয়ায় যাননি বিসিবি সভাপতি বুলবুল
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। বিপিএল শেষে আপাতত বিশ্রামে ক্রিকেটাররা। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসির কাছে চিঠি, বৈঠক ও সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলমান থাকলেও যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসরও।
এসবের মধ্যেই গতকাল গভীর রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভিন্ন সূত্র থেকে তার দেশ ছাড়ার খবরটি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এছাড়া জাগো নিউজের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ভোর থেকে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এ কারণেই জাগো নিউজ অনেকটা রিকনফার্ম হতে না পেরেও নিউজটা প্রকাশ করেছে। পাঠকদের কাছে জাগো নিউজ দুঃখ প্রকাশ করছে এরকম একটা ভুল সংবাদ পরিবেশনের জন্য।
প্রথমবারের মতো বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। এই সময়টায় বোর্ড সভাপতি বুলবুলের দেশ ছাড়ার খবরে জন্ম নিয়েছে অনেক জল্পনা। তবে আগে থেকেই বুলবুলের স্ত্রী-সন্তানরা অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাকে কয়েকমাস পরই সেখানে যেতে হয় পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে এবারের দেশ ছাড়ার খবরটি সঠিক নয়।তিনি দেশেই অবস্থান করছেন।
উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। কিন্তু বিশ্বকাপে না যাওয়ায় আপাতত সিসিডিএমে চ্যালেঞ্জ কাপে মনোযোগী হবেন ক্রিকেটাররা।
আইএন/এমএমএআর/জেআইএম