বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গেইল তাণ্ডব
ক্রিস গেইল যেদিন খেলেন, সেদিন আর প্রতিপক্ষের কিছু করার থাকে না। হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার গেইল তাণ্ডব দেখলো সংযুক্ত আরব আমিরাত। ৯১ বলে ১২৩ রানের এক দানবীয় ইনিংস খেলেছেন ক্যারিবীয় ওপেনার।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে এই আরব আমিরাতের বিপক্ষেই মাত্র ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মূল লড়াইয়ে যেন কড়ায় গন্ডায় শোধ নিলো ক্যারিবীয়রা। গেইল একাই করলেন ১২৩, সঙ্গে সিমরন হেটমেয়ার ১২৭ রান। সব মিলিয়ে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৩৫৭ রান।
১২৩ রানের টর্নোডো ইনিংসে চারের চেয়ে ছক্কাই বেশি গেইলের। ৭টি বাউন্ডারির পাশে ক্যারিবীয় ওপেনার হাঁকিয়েছেন ১১টি ছক্কা! আরেক সেঞ্চুরিয়ান হেটমেয়ারও কম যাননি। ১২৭ রান করেছেন তিনি ৯৩ বলে, যে ইনিংসে ১৪টি চারের পাশে ৪টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি।
এমএমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ট্রাম্পের নীতির প্রভাব: ১৭০০০ টিকিটের আবেদন ফিরিয়ে নিল সমর্থকরা
- ২ মেক্সিকোয় যে বিলাসবহুল রিসোর্টে থাকবেন রোনালদো
- ৩ আইসিসি ‘না’ বলেনি, শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের
- ৪ অনিশ্চয়তায় সেনেগাল ও আইভরি কোস্টের বিশ্বকাপ সমর্থকরা
- ৫ আর্থিক সংকটে থাকা বিশ্বকাপজয়ী পেসারকে ৫ লাখ টাকা দিলো বিসিবি