ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে পার্লে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে জিম্বাবুয়ে। ওভারের তিন বল বাকি থাকতে তারা অলআউট হয়েছে ২২৮ রানে। অর্থাৎ আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়া দক্ষিণ আফ্রিকাকে এবার জিততে হলে করতে হবে ২২৯ রান।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। ২১ রানের মধ্যে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস আর ব্রেন্ডন টেলরের দৃঢ়তায় একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল সফরকারিরা। ৩ উইকেটেই তারা তুলে ফেলেছিল ১১৭ রান।

তবে ৪০ রান করে টেলর আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ৬৯ রানে সাজঘরের পথ ধরেন আরেক সেট ব্যাটসম্যান উইলিয়ামসও। শেষের দিকে তিরিপানোর ২৯ রানে কোনোমতে লড়াই করার পুঁজি পেয়েছে মাসাকাদজার দল। ওপেনিংয়ে নামা মাসাকাদজাও করেন ২৮ রান।

চোট থেকে ফেরা ডেল স্টেইন দারুণ বোলিং করেছেন। ২৯ রানে তিনি নিয়েছেন ৩টি উইকেট। ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার কাগিসো রাবাদাও। ২টি করে শিকার আন্দেলো ফেহলুখায়ো আর ইমরান তাহিরের।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন