করোনা আতঙ্কে বাড়িতেই জিম, চিনতে পারছেন এই ক্রিকেটারকে?
পুরো শরীর কালো পোশাকে ঢাকা। মুখেও কালো মাস্ক। দেখে বোঝার উপায় নেই, তিনি কে? ঘরের দরজা দিয়ে ঢুকলেন। তারপর শুরু করলেন কসরত।
ফ্রি-হ্যান্ড থেকে শুরু করে একে একে জিমের বিভিন্ন যন্ত্র নিয়ে ব্যায়াম করে গেলেন। সবশেষে মাথার ওপর দেওয়া হুডিটা খুললেন। তবু কি তাকে চেনা গেল?
যারা পাঁড় ভক্ত, মুখে মাস্ক থাকার পরও হয়তো চিনে ফেলবেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। করোনাভাইরাসের আতঙ্কে সবাই যখন ঘরেই সময় কাটাচ্ছেন। ক্যারিবীয় ওপেনার বসে নেই।
বাড়ির মধ্যেই জিমে শরীর ঠিক রাখার কাজটি করে যাচ্ছেন। আর তার এ সব কসরতের ভিডিও করা হয়েছে টিকটকে। সেই ভিডিও বৃহস্পতিবার সকালে তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন।
#StayAtHomeChallenge #Attiitude pic.twitter.com/NMIDxeiz0P
— Chris Gayle (@henrygayle) March 19, 2020
এমএমআর/পিআর