ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ঝড়ো ব্যাটিংয়ে মারাঠার হয়ে লড়লেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

আগের দিন শেষ দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে মারাঠা অ্যারাবিয়ান্সকে জয় এনে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। এবারও দলের বিপদে হাল ধরলেন অধিনায়ক। আবুধাবিতে টি-টেন লিগে আজ (শুক্রবার) মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে ভর করেই কোনোমতে একটা লড়াই করার মত সংগ্রহ পেয়েছে মারাঠা।

দিল্লি বুলসের বিপক্ষে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি অধিনায়ক মোসাদ্দেকেরই। ২২ বলে ৫ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল মারাঠা। চতুর্থ উইকেটে জাভেদ আহমেদিকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মোসাদ্দেক। ১৯ বলে ২৪ রান করা আহমেদি রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।

তবে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে গেছেন মোসাদ্দেক। ২২ বলে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে। এছাড়া ৬ বলে ১১ রান করেন লরি ইভান্স।

দিল্লি বুলসের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ফিদেল অ্যাডওয়ার্ডস, আমাদ বাট আর আলি খান।

এমএমআর/জেআইএম