ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সর্বনাশ যা হওয়ার চতুর্থ দিনেই হয়ে গেছে : মুমিনুল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১

দিনক্ষণের হিসেবে পাঁচদিনের ম্যাচটি আসলে শেষ হলো আড়াই দিনে। কারণ বৃষ্টির কারণে আড়াই দিন খেলাই হয়নি। প্রথম দুইদিন ৯০+৯০ = ১৮০ ওভারের বদলে খেলা হয় ৬৩.২ ওভার। বৃষ্টির তোড়ে ভেসে যায় তৃতীয় দিন। গতকাল চতুর্থ দিন হয় মোট ৬১.১ ওভার।

আজ (বুধবার) শেষদিন অবশ্য ৯০.৪ ওভার খেলা হয়েছে। সবমিলিয়ে পাঁচদিনে ৪৫০ ওভারের জায়গায় মাঠে গড়িয়েছে মোটে ২১৫.১ ওভার। মানে অর্ধেকেরও কম। প্রায় আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের।

এর মধ্যে আবার আছে প্রথম ইনিংসে দেশের মাটিতে সবচেয়ে কম ৮৭ রানে অলআউট হওয়ার লজ্জাও। নিজ দলের এমন যাচ্ছেতাই ব্যাটিং ও করুণ পরিণতি দেখে কেমন লাগছে অধিনায়ক মুমিনুল হকের? জুম কনফারেন্সে একরাশ হতাশাই ফুটে উঠেছে তার কণ্ঠে।

বাংলাদেশ অধিনায়কের কথা,‌ ‘আমার কাছে মনে হয় পুরো হতাশার। বিশেষ করে ১ থেকে ৪ নম্বর ব্যাটারদের ব্যাটিং ছিল চরম হতাশার।’

এটুকু বলার পর মুমিনুল বোঝানোর চেষ্টা করেন, সর্বনাশ যা হওয়ার তা হয়েছে গতকাল মঙ্গলবার চতুর্থ দিন। তার ভাষায়, ‘খুবই বাজে দিন ছিল গতকাল। এক সেশনে ৭ উইকেট হারিয়েছি। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা খুব বাজে ব্যাট করেছি। এরকম অবস্থায় ফিরে আসা কঠিন।’

দ্বিতীয় ইনিংসে মুশফিক-সাকিব ও লিটন-মিরাজের লড়াকু ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘তারা সবাই দ্বিতীয় ইনিংসে খুব ভালো চেষ্টা করেছে।’

এআরবি/এমএমআর