ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সাগরিকায় সৌরভ ছড়িয়ে সৌম্যর সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২১

জাতীয় ক্রিকেট লিগে পরপর দুই ম্যাচে হাঁকিয়েছিলেন ফিফটি। কিন্তু আটকা পড়ে যান সেঞ্চুরির আগেই। অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে খেলতে নেমে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন বাঁহাতি তারকা ব্যাটার সৌম্য সরকার।

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে রানোৎসবে মেতেছেন মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, সৌম্য সরকাররা। মিঠুন-মিজানের পর সেঞ্চুরি হাঁকালেন তিন নম্বরে নামা সৌম্যও। এমনকি ফিফটি করেছেন চার নম্বরে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৩০.১ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা দিয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে তাদের লিড ৩৩৪ রানের। নর্থ জোনের প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ ছিল মাত্র ২১৯ রান। ম্যাচে জয়ের পাল্লাও এখন সেন্ট্রাল জোনের দিকেই ভারী।

Soumya

চতুর্থ উইকেট জুটিতে ৯৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন সৌম্য ও মোসাদ্দেক। ক্যারিয়ারের চতুর্থ প্রথম শ্রেণি হাঁকাতে ১৪১ বল খেলেছেন সৌম্য। যেখানে ছিল ১০ চার ও ১টি ছয়ের মার। ইনিংস ঘোষণা পর্যন্ত ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইনিংসের ১৩১তম ওভারের প্রথম বলে ফিফটি করেন মোসাদ্দেক। এরপরই আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। চার নম্বরে নামা সালমান হোসেন আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান। সৌম্যর সঙ্গে সালমানের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১১০ রান। দলীয় ৪৬৬ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন সৌম্য ও মোসাদ্দেক।

অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে রান পাহাড়ে চড়েছে বিসিবি সাউথ জোন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৯ ওভারে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩৯১ রান। এরই মধ্যে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩১ রানে।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে নবম সেঞ্চুরি হাঁকিয়ে ১৩২ রানে অপরাজিত রয়েছেন জাকির হাসান। দশ নম্বরে নেমে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পাওয়া নাসুম আহমেদের সংগ্রহ ৫৩ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে এসেছে ৯৭ রান।

এসএএস/জেআইএম