ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামে ধোনিভক্ত
আইপিএলে খেলার রেকর্ড গড়েছিলেন নেপালি ক্রিকেটার সন্দিপ লামিচানে। এবার আইপিএলের নিলামে নাম লিখে রীতিমত রেকর্ড সৃষ্টি করেছেন এক ভুটানিজ ক্রিকেটার। এই প্রথম ভুটান থেকে আইপিএল নিলামে নাম উঠলো ২২ বছর বয়সী মিকো দর্জির।
শুধু নিলামে নাম ওঠাই নয়, মিকো দর্জি চান ইতিহাস রচনা করতে। যে কোনও একটি ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলাই এখন তার বড় লক্ষ্য। মহেন্দ্র সিং ধোনির ভক্ত মিকো দর্জি। এবার আইপিএল খেলার মধ্য দিয়ে ধোনির কাছাকাছি যাওয়ারও সুযোগ খুঁজবেন তিনি।
এবারের আইপিএলের মেগা নিলামে আইসিসির সহযোগি দেশগুলো থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম উঠে এসেছে। এর আগেও নিলাম থেকে বেশ কিছু ক্রিকেটার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। নেপালের সন্দিপ লামিচানে, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট তাদের মধ্যে অন্যতম।
প্রসঙ্গতঃ ২০১৭ সালে প্রথম আইসিসির সহযোগি দেশের মর্যাদা পেয়েছিল ভুটান। ক্রিকেট বিশ্বে (টি-টোয়েন্টি) বর্তমানে তাদের র্যাংকিং ৭৬। বিশ্ব ক্রিকেটে এখনও নজরে পড়ার মতো কোনও পারফরম্যান্স দেখাতে পারেনি ভুটানিজরা।

কিন্তু ২২ বছর বয়সী ভুটানিজ ক্রিকেটার মিকো দর্জি চান ইতিহাস রচনা করতে। ২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার অভিষেক ঘটেছিল। দার্জিলিংয়ে সেন্ট জোসেফ স্কুলে পড়ালেখা করার সময়ই তার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মেছিল। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনেও ক্লাস করার সুযোগ পেয়েছিলেন। এই সময়েই ‘আইডল' ধোনির সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছিল তার। ধোনির কাছ থেকেই পাঠ পেয়েছিলেন কঠিন পরিশ্রমের শিক্ষা। ২০২১ সালে তিনি প্রথম ভুটানের ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পান।
এক ভারতী সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে মিকো দর্জি বলেন, ‘আইপিএলে খেলাটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আইপিএলের নিলামের তালিকা আমার বন্ধুরা দেখেছে। সেখানে নাম দেখার পরে অনেকেই আমাকে ফোন করেছিল। সত্যি কথা বলতে আমি নিজেও এটা জানি এই নিলামের ছোট হওয়া চূড়ান্ত খসড়াতে হয়তো আমার নাম থাকবে না। তবে এই নাম নথিভুক্ত করাটাও ভুটান ক্রিকেটের জন্য খুব বড় বিষয়। ভবিষ্যতে যদি কোনও ফ্রাঞ্চাইজি ভুটানের কোনও ক্রিকেটারকে নেয় তাহলে তা খুব বড় ব্যাপার হবে। ভুটানের ফুটবলার চেঞ্চো ইন্ডিয়ান সুপার লিগে খেলেছে যা খুব বড় একটি বিষয়। মানুষ উপলব্ধি করেছে এই খেলার মধ্য দিয়ে তারা ভাল টাকা উপার্জন করতে পারবে। ভাল ক্যারিয়ার গড়তে পারবে, যদি তারা আইপিএলে জায়গা করে নিতে পারে।'
আইএইচএস/