ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জাগো নিউজ-ভিশন বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:২১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

২০২১ সালে ওমান এবং আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম পাঠকদের জন্য আয়োজন করেছিল কুইজ প্রতিযোগিতার। ভিশন রেফ্রিজারেটরের পৃষ্ঠপোষকতায় মোট ১০ পর্বে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। ই-কমার্স পার্টনার ছিল অথবা.কম (Othoba.com)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘জাগো টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১’ নামে বিশেষ পোর্টাল প্রকাশ করেছিল জাগোনিউজ২৪.কম। বিশেষ পোর্টালের মাধ্যমেই আয়োজন করা হয় জাগো নিউজ-ভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের। যেখানে তিনজন করে ১০ পর্বে মোট বিজয়ী হন ৩০ জন।

ভিশন-জাগো নিউজ বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন আশরাফুল

এছাড়া বিশ্বকাপ চলাকালীন জাগো নিউজের পাঠকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়। যেখান থেকে সেরা তিনজন লেখককেও পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছিল।

জাগো নিউজ-ভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কুইজ বিজয়ী এবং সেরা তিনজন লেখকের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো আজ (৮ ফেব্রুয়ারি)। জাগো নিউজের কার্যালয়ে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

ভিশন-জাগো নিউজ বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন আশরাফুল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক কে. এম. জিয়াউল হক, ভিশন আরএসি গ্রুপ, আরএফএল ইলেক্ট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর আলম, আরএফএল ইলেক্ট্রনিক্সের হেড অব মার্কেটিং রাকিব আহমেদ, জাগোনিউজ২৪.কম-এর সহকারী সম্পাদক ড. হারুন রশীদ, জাগোনিউজ২৪.কম-এর চিফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল, জাগোনিউজ২৪.কম-এর বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম এবং জাগোনিউজ২৪.কম-এর ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন আরএফএল ইলেক্ট্রনিক্সের এজিএম (অপারেশনন্স) মোস্তফা কামাল, আরএফএল ইলেক্ট্রনিক্সের মার্কেটিং বিভাগের এজিএম মোহিত চক্রবর্তী, অথবা ডটকম-এর হেড অব বিজনেস নুর মোহাম্মদ রাসেল প্রমুখ।

এমএমআর/জেআইএম