ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

১০০’র ওপর ক্রিকেটার যেন চারমাস বসে না থাকে: আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে জমজমাট বিপিএল। ৬টি দল লড়াই করছে বিপিএলের গৌরব জয়ের জন্য। এই ৬টি দলে খেলার সুযোগ পেয়েছেন ৯০ এর আশপাশে দেশি ক্রিকেটার। আর খেলছেন বিদেশি কিছু ক্রিকেটার।

বিপিএলে যারা খেলছেন, তারাই এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তো আরো ক্রিকেটার রয়েছেন। যারা বিপিএল খেলার সুযোগ পাননি। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার প্রস্তুতি নিচ্ছেন তাদের হয়তো কেউ কেউ। কিন্তু বিপিএলের বাইরে আরও প্রায় শতাধিক ক্রিকেটার রয়েছেন, যারা এখন পুরো সময়টায় বেকার। তাদের কোনো কাজ নেই। খেলা নেই, যার ফলে তাদের হাতে অফুরন্ত সময়।

অথচ এই ক্রিকেটারদের ব্যস্ত রাখা গেলে, সেটা জাতীয় দলের জন্যই উপকার হতো বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

জাগোনিউজ-ভিশন রেফ্রিজারেটর আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন আশরাফুল। তিনি মনে করেন, বিসিবি যদি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতো, তাহলে হয়তো ক্রিকেটারদেরও এতটা সংগ্রাম করে চলতে হতো না। এমনকি বাংলাদেশ ক্রিকেটকেও হয়তো এতটা সংগ্রাম করতে হতো না।

Ashraful

কোন টুর্নামেন্টে কতজন ক্রিকেটার খেলার সুযোগ পায়, তার একটা পরিসংখ্যান তুলে ধরে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমাদের দিক থেকে চিন্তা করেন, যারা সবগুলো টুর্নামেন্ট খেলতে না পারি, তাদের কী অবস্থা হয়! প্রথম শ্রেণির ক্রিকেট খেলি আমরা প্রায় ৮টা দলে ১৫ জন করে, এরপর একটা টুর্নামেন্ট হয় বিসিএল ৪টা দল। সেখানে হয়তো বা ৬০ জন (১৫ জন করে) খেলার সুযোগ পাই। এরপর একটা বিপিএল হয়, সেখানে হয়তো বা ৫০-৬০ জন (মূলত ৮০-৯০ জন হবে) খেলার সুযোগ পায়।’

প্রথম শ্রেণি কিংবা প্রিমিয়ার লিগে সংখ্যাটা আরও বেশি এবং এই অধিক সংখ্যক ক্রিকেটারই লম্বা একটা সময় বসে থাকেন। আশরাফুল বলেন, ‘কিন্তু আমরা প্রথম শ্রেণি কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় থাকি প্রায় ২০০ প্লাস। তো এ কারণে, প্রথম শ্রেণির খেলার পর প্রায় চার মাস আমাদের আর কোনো খেলা থাকে না। আমরা আবার ঢাকা লিগের জন্য ওয়েট করছি। জাতীয় দলের বাইরে থাকার কারণে এখন মনে হচ্ছে যে, আমাদের খেলার সংখ্যাটা কম।’

টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে যত বেশি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা, আশরাফুল মনে করেন ততটা হচ্ছে না। তিনি বলেন, ‘যেহেতু আমরা ২২ বছর ধরে টেস্ট খেলছি, যেভাবে আমার মনে হয় যে আমাদের আরও বেশি খেলা উচিৎ, সে জায়গাটায় কম মনে হচ্ছে। আশা করবো যে, এ নিয়ে আমরা যদি সবাই সচেতন হই, তাহলে হয়তোবা আমাদের ক্রিকেটাররা আরো ভালো করবে। স্ট্রাগল করবো না আমরা।’

ক্রিকেটের সব ফরম্যাটে ভালো করতে হলে অন্তত ১০০’র ওপর ক্রিকেটার বসে থাকে, তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করার জন্য বিসিবির কাছে আহ্বান জানান আশরাফুল। তিনি বলেন, ‘এখনো টেস্ট ক্রিকেটে স্ট্রাগল করছি। টি-টোয়েন্টিতে সেভাবে এখনও টিমটা হয়নি। ওয়ানডেতে খুব ভালো খেলছি। আমাদের যদি সবগুলো ফরম্যাটে ভালো খেলতে হয়, আমি মনে করি প্রথম শ্রেণির ন্যাশনাল লিগ খেলার পর প্রায় ১০০ ক্রিকেটার চার মাস ধরে বসে থাকে, আবার ঢাকা প্রিমিয়ার লিগ হবে এপ্রিলে- এই চারমাস যেন বসে না থাকে সে ব্যবস্থাটা যদি করেন ক্রিকেট বোর্ড ওই প্লেয়ারদের জন্য, তাহলে আমার মনে হয় সবগুলো ফরম্যাটেই আমরা ভালো করবো।’

আইএইচএস/