বাঁচা-মরার লড়াইয়ে ফিল্ডিংয়ে মুশফিকের খুলনা
জিতলেই কেবল শেষ চারের টিকিট পাবে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। হারলেই বিদায়। এমন এক সমীকরণ সামনে রেখে নিজেদের শেষ ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হলো মুশফিক অ্যান্ড কোং।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে গেলো মুশফিকের দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। যে কারণে তাদের কাছে এটা নিয়ম রক্ষার লড়াই কেবল। সে কারণেই হয়তো দলটির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
এই ম্যাচে জিততে পারলে খুলনাই উঠবে শেষ চারে। সে ক্ষেত্রে সিলেটের সঙ্গে বিদায় নেবে তারকা সমৃদ্ধ দল ঢাকা। আর যদি কুমিল্লা জিতে যায়, তাহলে বিদায় নেবে খুলনা। শেষ চারে উঠে যাবে ঢাকা। সুতরাং, এই ম্যাচের ওপর ঝুলছে দুই দলের ভাগ্য।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে খুলনা তিনটি পরিবর্তন এনেছে। রনি তালুকদার, সিকান্দার রাজা এবং রুয়েল মিয়াকে বসিয়ে রেখে দলে নিয়েছে জাকের আলি, ফরহাদ রেজা এবং নাভিন-উল হককে।
অন্যদিকে কুমিল্লা তাদের নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব দিয়েছে ফ্যাফ ডু প্লেসিকে। এছাড়া মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে দলে নিয়েছেন শহিদুল ইসলামকে। ইমরুলের পরিবর্তে দলে নিয়েছে মুমিনুল হককে।
আইএইচএস