দুই দলই অনেক ভুল করেছে, কুমিল্লা নার্ভ ধরে রেখেছে: সাকিব
শ্বাসরুদ্ধকর এক ফাইনাল ম্যাচের দেখা মিললো এবারের বিপিএলে। শেষ পর্যন্ত মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাতের মুঠোয় থাকা ম্যাচ ১ রানে হেরে আরও একবার আশাভঙ্গের হতাশায় পুড়তে হয়েছে বরিশালকে।
কুমিল্লার করা ১৫১ রানের জবাবে ১৭ ওভারেই ১৩৪ রান করে ফেলেছিল ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হতে শেষ ১৮ বলে তাদের করতে হতো ১৮ রান। কিন্তু সুনিল নারিন ও মোস্তাফিজুর রহমানের পরের ১২ বলে আসে মাত্র ৮ রান। ফলে শেষ ওভারে বাকি থাকে ১০ রান।
শহিদুল ইসলামের করা শেষ ওভারে একটি ওয়াইড বল পেয়েও মাত্র ৮ রান করতে পেরেছে বরিশাল। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু মাত্র ১ রান নিতে পেরেছেন স্ট্রাইকে থাকা ব্যাটার তৌহিদ হৃদয়। যার ফলে মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ম্যাচ শেষে পরাজিত দলের অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দিয়েছেন কুমিল্লাকে। তার মতে, পুরো ম্যাচে দুই দলই অনেক ভুল করেছে। তবে শেষ পর্যন্ত স্নায়ু চাপে ভেঙে না পড়ায় ম্যাচটি জিতেছে কুমিল্লা, এমনটাই মনে করেন সাকিব।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে বরিশাল অধিনায়ক বলেছেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। দুই দলই অনেক ভুল করেছে। দিন শেষে কুমিল্লার কৃতিত্ব প্রাপ্য, তারা শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখেছে।’
তিনি আরও যোগ করেন, ‘কুমিল্লা যেভাবে স্নায়ু চাপ ধরে রেখেছে... শেষ ২-৩ ওভার সহজ ছিল না। শেষে শহিদুল অসাধারণ কাজ করেছে, মোস্তাফিজ দারুণভাবে সাপোর্ট দিয়েছে। সুনিল বল হাতেও দুর্দান্ত ছিল। তবে আমরা এখান থেকে অনেক ইতিবাচক দিক নিতে পারি। আশা করি পরের বছর আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো।’
এই ম্যাচে জিয়াউর রহমানের জায়গায় সুযোগ পেয়েই মাত্র ২৬ বলে ফিফটি করেছেন বরিশালের তিন নম্বরে নামা সৈকত আলি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৫৮ রানের ইনিংস। সৈকতের প্রশংসা করতেও ভোলেননি সাকিব।
তিনি বলেছেন, ‘সৈকত আলি দুর্দান্ত ইনিংস খেলেছে। তাকে ম্যাচের গুরুত্বটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য ম্যাচটি দারুণ ছিল। আমরা যেমনটা চেয়েছিলাম, ঠিক তাই করেছে সে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটি জিততে পারিনি।’
শেষ ওভারে শহিদুল দুর্দান্ত বোলিং করলেও, বরিশালকে মূলত হারতে হয়েছে সুনিল নারিনের কাছে। যিনি প্রথমে ব্যাট হাতে খেলেন ২৩ বলে ৫৭ রানের টর্নেডো ইনিংস। পরে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নিয়ে হয়েছেন ফাইনালসেরা।
নারিনের ব্যাপারে সাকিব বলেছেন, ‘হ্যাঁ! সুনিল নারিনের অসাধারণ ইনিংসের পর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। সে যেভাবে ব্যাট করছিল, খেলা আমাদের হাত থেকে নিয়ে যাচ্ছিল। আমাদের বোলারদের পূর্ণ কৃতিত্ব। তারা পুরো আসরেই সেরা বোলিং করেছে। আজকেও বোলাররা ভালো করেছে।’
এসএএস/