ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

টানা ৯ ম্যাচ হারের পর এক জয়, শেষে আবারও পরাজয় বাবর আজমদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

একের পর এক পরাজয়। এবারের পাকিস্তান সুপার লিগে জয় কী জিনিস সেটাই ভুলে গিয়েছিল প্রায় বাবর আজমের দল করাচি কিংস। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের বিপক্ষে একটি জয় পেয়েছিল তারা। কিন্তু জয়ের সুখ ওই একটাই। শেষ ম্যাচে আবারও পরাজয় বরণ করতে হলো করাচিকে।

পিএসএলে করাচির সর্বশেষ ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। এই ম্যাচেও বাবর আজমরা হারলো ২৩ রানের ব্যবধানে। গত বছর (২০২১ সালে) পিএসএলের এলিমিনেটর রাউন্ডে পেশোয়ার জালমির কাছে পরাজয় দিয়ে শুরু। এরপর চলতি বছর তারা হারলো টানা ৯টি ম্যাচ। সব মিলিয়ে টানা ৯ ম্যাচ পরাজয়ের শিকার হলো করাচি। লাহোরের বিপক্ষে ভুলতে বসা জয়ের দেখা পেলেও হতাশা থেকে বের হতে পারেনি তারা।

রোববার নিজেদের শেষ ম্যাচে করাচিকে হারালেও লাভ হয়নি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেরও। কারণ, এই জয়ও তাদের বিদায় ঠেকাতে পারলো না। করাচির সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো কোয়েটারও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জেসন রয়ের দারুণ ব্যাটিং সত্ত্বেও ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে কোয়েটা। ৬৪ বলে ৮২ রান করেন জেসন রয়। ১১টি বাউন্ডারির মার মারলেও ছক্কা ছিল না তার ইনিংসে।

এছাড়া জেমস ভিন্স করেন ২৪ বলে ২৯ রান। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ইমাদ ওয়াসিম, মির হামজা, উসমান সিনওয়ারি এবং লুইস গ্রেগরি নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে জো ক্লার্ক ৩৯ বলে ৫২ রান করলেও জয় পাওয়া সম্ভব হয়নি করাচির। বাবর আজম ৩৪ বলে করেন ৩৬ রান। এছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি কোয়েটার বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে করাচি কিংস।

খুররম শাহজাদ ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। নাসিম শাহ নেন ২ উইকেট। মোহাম্মদ ইরফান এবং আশির কোরেশি নেন ১টি করে উইকেট।

পিএসএলে রোববার দিনের অন্য ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়েছে মুলতান সুলতান্স। ইসলামাবাদ ৭ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। ইমরান তাহির ৪ ওভারে মাত্র ৮ রান দেন। উইকেট নেন ২টি। জবাবে ১৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতান।

এই জয়ে ১০ ম্যাচ শেষে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে নাম লেখালো মুলতান সুলতান্স। ৯ ম্যাচে লাহোর কালান্দার্সের পয়েন্ট ১২, পেশোয়ার জালমির পয়েন্ট ১০। এই দুই দলের মধ্যে আজ শেষ ম্যাচে নির্ধারিত হবে দ্বিতীয় হয়ে কে উঠবে প্লে-অফে। যদিও দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়েছে এরই মধ্যে। ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শেষ চারে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেডও।

আইএইচএস/