আফ্রিদি এবার নিজেই আনছেন টি-টেন লিগ
ক্রিকেটের নানা লিগ এখন বিশ্বজুড়ে হটকেক। টি-টোয়েন্টির পর টি-টেনও বাজার কাঁপাচ্ছে। এবার পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি নিজেই আনছেন একটি টি-টেন লিগ।
আফ্রিদি তার লিগের নাম দিয়েছেন ‘মেগা স্টারস লিগ (এমএসএল)’, যা কিনা আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিদি জানান, এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটাররাও অংশ নেবেন। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন, ‘মেগা স্টার লিগ একটি বিনোদনমূলক লিগ, যা এই বছর রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা রয়েছে।’
আফ্রিদি যোগ করেন, ‘মূলত সাবেক ক্রিকেটার, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকদের আর্থিকভাবে সহায়তা করার কথা মাথায় রেখেই এই লিগটি আয়োজন করা হচ্ছে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক, ওয়াকার ইউনুস এবং লেগস্পিনার মুশতাক আহমেদও মেগা স্টারস লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএমআর/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ বিসিবি পরিচালকের মন্তব্যে অসন্তোষ, তামিমের পক্ষে সরব সতীর্থরা
- ২ চট্টগ্রামের বোলারদের তোপে রাজশাহীর বোর্ডে মাত্র ১২৮
- ৩ মাঠের পাশে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ
- ৪ তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, ক্রিকেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া
- ৫ টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো টেবিল টপার চট্টগ্রাম