‘যখন দেখবে টাকা আসছে, তখন কাবাডির প্রতি মেয়েদের আগ্রহ বাড়াবে’
ক্রিকেট, হকির পর এবার কাবাডিতে ফ্র্যাঞ্চাইজি লিগ। সব কিছু ঠিক থাকলে বছরের শেষ বা নতুন বছরের প্রথম সপ্তাহে হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ।
৬ দলের এই লিগের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে দেশের কাবাডিতে। ৬টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই দল গড়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সঙ্গে।
ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই খেলোয়াড়দের একটা ভালো আয়ের উৎস। অনেক দিন হয় না মেয়েদের কাবাডি লিগ। যে কারণে, কাবাডি খেলার ওপর থেকে আকর্ষণ কমছে মেয়েদের।
ফ্র্যাঞ্চাইজি লিগের খবরে মেয়েদের মুখে হাসি। বাংলাদেশ পুলিশ কাবাডি দলের অধিনায়ক ও ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম আইকন খেলোয়াড় শারমিন সুলতানা রিমা মনে করেন এই লিগের মাধ্যমে মেয়েরা আর্থিকভাবে লাভবান হবেন।
জাগো নিউজ : ফ্র্যাঞ্চাইজি লিগ হতে যাচ্ছে। ফেডারেশনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন?
শারমিন সুলতানা : এটা আমাদের জন্য অনেক ভালো খবর। অনেক দিন ধরে আমাদের লিগ নেই। কাবাডির মেয়েরা অনেক হতাশ ছিল। এখন সবাই খুশি।
জাগো নিউজ : এই লিগের মাধ্যমে নারী হকিতে কেমন প্রভাব পড়তে পারে?
শারমিন সুলতানা : এই লিগের মাধ্যমে অনেক মেয়ে খেলোয়াড় বেড়িয়ে আসবে। আগামীতে আমাদের সামনে এশিয়ান গেমস। ওই গেমসের জন্য দারুণ সহায়ক হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
জাগো নিউজ : ক্লাবের খেলা কম হয় বলে মেয়েদের পারিশ্রমিক পাওয়ার পথও বন্ধ। এখন নিশ্চয়ই মেয়েরা আর্থিকভাবে লাভবান হবে?
শারমিন সুলতানা : তাতো অবশ্যই। নারী কাবাডিতে অনেক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আছে। এই লিগ অনেক মেয়ের ভাগ্য খুলে দেবে।
জাগো নিউজ : কাবাডি খেলে আপনারা কতটা লাভবান?
শারমিন সুলতানা : দেখুন, ফুটবল ও ক্রিকেটে মেয়েরা সারাবছর খেলার মধ্যে থাকে। ক্যাম্পে থাকে। তারা লাখ লাখ টাকা আয় করে। কিন্তু মেয়েদের কাবাডিতে সেরকম নেই। এই লিগ হলে একটা পথ খুলে যাবে। আমরা সবাই আর্থিকভাবে লাভবান হবো।
জাগো নিউজ : ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, হকিতেও হতে যাচ্ছে। এখন হবে কাবাডিতে। নিশ্চয়ই ফেডারেশনের এটা ভালো উদ্যোগ?
শারমিন সুলতানা : আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। সেই খেলাতে এমন কিছু থাকা উচিত। আমরা বেশি বেশি খেলতে চাই।
জাগো নিউজ : আমাদের অনেক কিছু শুরু হলেও ধারাবাহিকতা থাকে না। এই লিগটা নিশ্চয়ই নিয়মিত চাইবেন আপনারা?
শারমিন সুলতানা : আমরা চাইবো শুরু হয়েই যেন শেষ না হয়ে যায়। এই লিগ প্রতিবছর হোক সেটাই আমরা চাইবো। অনেক মেয়ে আছে যাদের কাছে এই লিগ হবে পরিবারকে সহায়তা করার একটা উৎস।
জাগো নিউজ : তাহলে তো মেয়েদের আগ্রহ বাড়বে কাবাডির ওপর তাই না?
শারমিন সুলতানা : মেয়েরা যখন দেখবে কাবাডি খেলে টাকা পাওয়া যায় তখন অনেক মেয়েই চাইবে এই খেলায় আসতে।
জাগো নিউজ : লিগ নিয়মিত হলে জাতীয় দলের ওপর কেমন প্রভাব পড়বে?
শারমিন সুলতানা : অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে। অনেক মেয়ে বেরিয়ে আসবে। জাতীয় দলের পাইপলাইনও সমৃদ্ধ হবে।
জাগো নিউজ : আপনাকে ধন্যবাদ।
শারমিন সুলতানা : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/