ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো পেসারের অবসর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক আঙিনায় তার পদচারণা একদমই সীমিত। মোটামুটি দুই বছরের ক্যারিয়ারে ৪টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলেই থামতে হয়েছে তাকে। তবে যোগিন্দর শর্মা এই অল্প সময়েই এমন এক কাজ করে রেখে গেছেন, ভারতীয় ক্রিকেট ইতিহাসে তার নামটি লিখা থাকবে স্বর্ণাক্ষরে।

২০০৭ সাল বিশ্বকাপের ফাইনালে শেষ ওভার করতে এসে ভারতকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন এই পেসার। সেট ব্যাটার মিসবাহ-উল-হক ছিলেন ক্রিজে। একটু ভুল করলেই বিশ্বকাপটা চলে যেতো পাকিস্তানের হাতে।

শেষ ওভারে টানটান উত্তেজনা ছিল বিশ্বকাপের ফাইনালে। একটা সময় ৪ বলে পাকিস্তানের দরকার ছিল ৬ রান। হাতে এক উইকেট। মিসবাহ উল হক স্ট্রাইকে।

যোগিন্দর এমন এক মুহূর্ত থেকে মাথা ঠাণ্ডা রাখতে পেরেছিলেন। তাকে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে শ্রীশান্তের ক্যাচ হন মিসবাহ। ভারত জেতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ওই ম্যাচের পর আর কখনও ভারতের হয়ে খেলা হয়নি যোগিন্দরের। অবশেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ৩৯ বছর বয়সী এই পেসার।

জাতীয় দলে তেমন সুযোগ না পেলেও যোগিন্দর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি মৌসুম খেলেছেন। ১৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে ৭৭টি প্রথম শ্রেণির, ৮০টি লিস্ট এ এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে বিজয় হাজরা ট্রফিতে।

এমএমআর/জিকেএস